কয়েক সপ্তাহ ধরে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র কাছে হেরে যাচ্ছিল 'পরশুরাম'। তবে গত দু'সপ্তাহ ধরে নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ৭.০ পেয়ে টিআরপির প্রথম স্থান দখল করল এই মেগা। তবে পিছিয়ে নেই ভবানীও। মাত্র এক নম্বরের জন্য প্রথম স্থানে পৌঁছতে পারল না এই ধারাবাহিক। ৬.৯ পেয়ে তাই দ্বিতীয় স্থানে রয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। যদিও এই স্থানে একা নেই সে। রয়েছে 'চিরসখা'।
গত সপ্তাহ থেকে এই ধারাবাহিক রয়েছে দর্শকের চর্চায়। প্লুটোর মৃত্যু নাড়া দিয়ে গিয়েছি দর্শকের মনকে। তাই প্রভাব পড়েছে টিআরপিতেও। একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া হয়েছে 'চিরসখা'রও। তৃতীয় স্থানে রয়েছে দর্শকের দুই পছন্দের মেগা। 'জগদ্ধাত্রী' ও 'পরিণীতা' যৌথভাবে পেয়েছে ৬.৬। 'জগদ্ধাত্রী'তে দূর্গার নতুন প্রেমকাহিনি দেখতে দারুণ পছন্দ করছেন দর্শক। অন্যদিকে, 'পরিণীতা'য় নতুন জুটি হিসেবে জায়গা করে নিচ্ছে টগর ও মল্লার। তাদের বিয়ের এপিসোডও ব্যাপক চর্চায় ছিল।
আরও পড়ুন: বড়পর্দায় আয়েন্দ্রী রায়! নায়িকা না খলনায়িকা? কোন চরিত্রে হিরোর পাশে দেখা মিলবে অভিনেত্রীর?
চতুর্থ স্থানে রয়েছে 'ফুলকি'। প্রাপ্ত নম্বর ৬.৪। ফুলকি-রোহিত এখন শুধু সাংসারিক দ্বন্দ্ব মোকাবিলা করে না, তাদের লড়াই এখন রাজনীতির ময়দানেও। তাই এই ধারাবাহিক কম-বেশি নিজের জায়গা ধরে রাখে। পঞ্চমে ৬.১ পেয়ে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'। গল্পের মোড়ে যাই হয়ে যাক না কেন, এই মেগা টিআরপিতে সব সময় নিজের জায়গা ধরে রাখে। ষষ্ঠ স্থানে ৬.০ নম্বরে জায়গা করে নিয়েছে আর্য-অপুর গল্প 'চিরদিনই তুমি যে আমার'। অপুকে আর্য মনের কথা জানানোর পর্বের ঝলক দেখেই দারুণ খুশি দর্শক মহল। অবশেষে নায়ক-নায়িকার মিল দেখে খুশিতে ভাসছেন অনুরাগীরা।
সপ্তমে রয়েছে 'আমাদের দাদামণি'। সোম-পার্বতীর বিয়ের পর নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। সেই নিয়েই এগোচ্ছে গল্প। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর ৫.৪। অষ্টমেও রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.৫ নম্বরে যৌথভাবে এই জায়গায় আছে 'অনুরাগের ছোঁয়া' ও 'গৃহপ্রবেশ'। দশমে ৪.৫ নম্বর পেয়ে রয়েছে 'তুই আমার হিরো'।

অন্যদিকে, ট্রেন্ডিং-এ রয়েছে 'কুসুম'। ৪.২ নম্বরে রয়েছে এই ধারাবাহিক। সদ্য শুরু হওয়া 'লক্ষ্মী ঝাঁপি'ও ট্রেন্ডিং। পেয়েছে ৩.৮ নম্বর। চলতি সপ্তাহে তেমনভাবে নম্বরের ফারাক নেই ধারাবাহিকগুলোর। তবে হাড্ডাহাড্ডি টক্করে জমে উঠেছে টিআরপির লড়াই।
