নিজস্ব সংবাদদাতা: বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই স্বামী সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে বাড়িতে নিজের জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে স্বামী সম্রাট মুখোপাধ্যায় এদিন শুটিং থেকে ছুটি নিয়েছিলেন। দুই ছেলের স্কুলে ছুটি নেই, তাই তাদেরকে স্কুলে দিয়ে আসা থেকেই শুরু হয় বিশেষ দিনের উদযাপন। জন্মদিনে লাল পোশাকে সাজতে দেখা গেল ময়নাকে। কিন্তু স্বামী সম্রাটের থেকে কী উপহার পেলেন ময়না?
অভিনেত্রী বলেন, "আমার কাছে ওর পাশে থাকাটাই সবচেয়ে বড় উপহার। ও এতটাই ব্যস্ত এখন যে আমাদের দেখা হওয়ার সময়টাও অনেকটাই কমে গিয়েছে। তবু আজ অনেকদিন বাদে একসঙ্গে সময় কাটালাম, এটাই আমার কাছে সবকিছু।" স্ত্রী ময়নার জন্মদিনে সম্রাটের আক্ষেপ, "আমার কিছুই উপহার দেওয়া হয়নি ওকে, সত্যি কথা বলতে আমি কেনার সময়টাই পাইনি। তবে এর মধ্যে একদিন সময় বের করে ওর জন্য উপহার কিনতেই হবে। তবে ময়নার ক্ষেত্রে একটা কথা বলতে পারি, ওর জীবনে কোনও চাহিদা নেই। যখন আমার কিছু ছিল না, সেই ভাবে ছবি হিট হত না, আর্থিকভাবেও নিজেকে তেমন ভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি তখন থেকেই ময়না আমার পাশে রয়েছে।"
সম্রাট আরও বলেন, "কোনও দিনই সোনা-গয়না বা দামি জিনিসের ওপর লোভ নেই ময়নার। এখনও যদি গয়না কিনতে যাই, তবে হয়তো ওর বদলে আমিই কিনে ফেলি। এই ভাবেই যেন সারা জীবন আমার পাশে থেকে যায়; এটুকুই চাই। ও সব সময় আনন্দে থাকুক, ওর শরীর ও মন ভাল থাকুক, ব্যাস এটুকুই চাই।" সম্রাটের কথা শেষ হতে না হতেই ময়নার জবাব, "আমার মন ভাল রাখার দায়িত্ব তোমার, আর আমি ভাল থাকলে তবেই তোমরা ভাল থাকতে পারবে।"
প্রসঙ্গত, কিছুদিন আগে সম্রাট ও ময়নার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই খবরকে খুব একটা পাত্তা দেননি দু'জনের কেউই। দুই সন্তানকে নিয়ে একে অপরের পাশে থাকার কথাই সব সময় ভাবেন সম্রাট এবং ময়না। অন্তত তেমনটাই জানালেন জন্মদিনের পার্টিতে।
