নিজস্ব সংবাদদাতা: চার বছরে পা দিতে না দিতেই এবার দাদার দায়িত্ব পালন করতে চলেছে কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানের পুত্র সন্তান কবীর। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর এভাবেই দিয়েছিলেন 'টলি কুইন' কোয়েল মল্লিক।
শনিবার সকালে সমাজ মাধ্যমে জানালেন তাঁদের কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। যদিও নবজাতকের কোনও ছবি ভাগ করেন নি অভিনেত্রী।
মহালয়ার দিন অভিনেত্রী পরিবারে নতুন অতিথি আগমনের খবর নিজেই ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বছর শেষে কোলজুড়ে এলো ফুটফুটে কন্যা সন্তান।
ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব একটা কথা বলেন না কোয়েল, খুব বেশি ছেলে কবীরের ছবি পোস্ট করতেও দেখা যায়না তাঁকে। মেয়ের জন্মের খবরও খুব সাদামাটা ভাবেই দিয়েছেন কোয়েল। অভিনেত্রীর ওই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও। ছেলে কবীরের জন্মের পর কাজে ফিরেছিলেন তিনি। এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন কোয়েল সেই অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
