নিজস্ব সংবাদদাতা: বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ মাধুরিমা চক্রবর্তী। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন স্টার জলসার 'রাঙামতি তিরন্দাজ'-এ। কিন্তু আচমকাই ধারাবাহিক থেকে সরে আসতে হয় অভিনেত্রীকে।‌ শুটিং ফ্লোর থেকে শারীরিক অসুস্থতা কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে শুটিং ফ্লোর থেকে বিরতি নিয়েছেন মাধুরিমা।

 

 

যদিও কিছুদিনের মধ্যেই ফের পর্দায় ফিরবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু এর মাঝেই ঘোর বিপদের মুখে মাধুরিমা। বড়সড় জালিয়াতির শিকার হন অভিনেত্রী। দিল্লিতে বেড়াতে গিয়ে জালিয়াতের পাল্লায় পড়েন বলে দাবি মাধুরিমার। 

 

 

আজকাল ডট ইন-কে তিনি বলেন, "কিছুদিন আগে দিল্লি বেড়াতে গিয়েছিলাম। বড় পাঁচতারা হোটেলে সেভাবে জালিয়াতির অভিযোগ থাকে না বলে সেরকম একটা হোটেল বুক করি।‌ প্রথমে আমি ও আমার এক বান্ধবী হোটেলের অনলাইন সাইটে দেওয়া নম্বরে বুকিংয়ের জন্য যোগাযোগ করি। তখন আমাদের অনলাইনে টাকা পাঠিয়ে বুকিং করতে বলা হয়। টাকা দিতেই নম্বরটার অস্তিত্ব মুছে যায়।"

 

 

মাধুরিমা আরও বলেন, "এরপর হোটেলের অন্য নম্বরে যোগাযোগ করলে জানতে পারি, তাদের অনলাইন বুকিংয়ের কোনও সুবিধা নেই। কিন্তু জালিয়াতি হয়েছে এটা বুঝলেও তখন আর কিছুই করতে পারিনি। ঘুরতে গিয়ে এরকম পরিস্থিতিতে পড়তে হবে ভাবিনি।" 

 

 

অভিনেত্রী জানান, নিজের সঙ্গে হওয়া জালিয়াতির ঘটনায় ভীতি ধরেছে তাঁর মনে। এমনকী এরকম জালিয়াতির শিকার যাতে আর কেউ না হন, তার জন্য সতর্ক থাকতে অনুরোধ করেন মাধুরিমা।