নিজস্ব সংবাদদাতা: বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন চ্যানেলগুলো। শুধু ধারাবাহিক বা রিয়্যালিটি শোয়ের মাধ্যমেই যে দর্শকমনে জায়গা করে নেয় চ্যানেলগুলো তা কিন্তু নয়। আরও বেশি দর্শক সংখ্যা বাড়াতে তারা বেছে নেয় নিত্য নতুন মাধ্যম। তারকাদের সঙ্গে দর্শকের মিলনের উৎসব নিয়ে হাজির সান বাংলা। 

 

 

 

তারকাদের আরও একটু কাছে থেকে দেখার সুযোগ করে দিতে ও দর্শকমহলে জায়গা পাকা করতে সান বাংলার নিবেদন 'প্রাণের উৎসব'। এই অনুষ্ঠানের সাক্ষী হতে থাকছেন বিনোদন জগতের বহু তারকারা। নাচে, গানে জমে উঠবে এই অনুষ্ঠান। 

 

 

 

সান বাংলার 'প্রাণের উৎসব'-এ একসঙ্গে দেখা যাবে টলিপাড়ার চার নায়িকাকে। মানালি দে, দীপান্বিতা রক্ষিত, খেয়ালী মন্ডল ও তিয়াসা লেপচাকে এদিন নাচের ছন্দে পা মেলাতে দেখা যাবে। তবে একসঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিলেও আলাদাভাবে নিজেদের নাচ ফুটিয়ে তুলবেন নায়িকারা। 

 

 

 

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে মানালি দে বলেন, "কাজের সূত্রে মাচার অনুষ্ঠান করতেই হয়। তবে এই অনুষ্ঠানে যেন দর্শকের কাছে আরও ভালবাসা পেলাম। বহুদিন পর ছোটপর্দার কোনও অনুষ্ঠানে নাচ করলাম। দর্শক হিসাবে নিজেরই খুব ভাল লেগেছে পুরো অনুষ্ঠানটা।"

 

 

 

দীপান্বিতার কথায়, "সান বাংলার কাজে আবার অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লেগেছে। পুরনো পরিবারের সঙ্গে ফের সাক্ষাতের মতো ছিল মুহুর্তগুলো।" অন্যদিকে খেয়ালীর কথায়, "সান বাংলার সঙ্গে এটা আমার প্রথম কাজ। নাচ বরাবরই খুব প্রিয়। ছোটবেলার শীতকালীন অনুষ্ঠানের মতো স্বাদ পেলাম।" তিয়াসা বলেন, "বহুদিন পর ছোটপর্দার অনুষ্ঠানে নাচ করলাম। দর্শকের উচ্ছ্বাস দেখে সত্যিই মন ভরে গিয়েছে। যাঁদের জন্য আমাদের পরিচিতি তাঁদের কাছাকাছি পৌঁছতে আরও বেশি ভাললাগা কাজ করে।"

 

 

প্রসঙ্গত, ১ ডিসেম্বর, রবিবার সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে তারকাখচিত 'প্রাণের উৎসব'।