আজকাল ওয়েবডেস্ক: ২৫শে জুলাই মুক্তি পাচ্ছে হইচই-এর পরবর্তী অরিজিনাল সিরিজ ‘বীরাঙ্গনা’। ক্রাইম থ্রিলার এই সিরিজ-এর মাধ্যমে বাংলার অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মন্ডল- এর অভিষেক ঘটছে পর্দায়। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্ঝর মিত্র।
হইচই সূত্রে খবর নিরঞ্জন মন্ডল বা লাফটারসেন- এর চরিত্রের নাম চিরায়ু তালুকদার। চরিত্রটি একজন মৃদুভাষী ফুল বিক্রেতার। তাঁর অতীত বিষন্নতা এবং রহস্যে ঘেরা। পাশাপাশি স্পটলাইটে থাকছেন সন্দীপ্তা সেনও। সিরিজে ইন্সপেক্টর চিত্রা বসুর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। মায়ের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বাবার কাছে বড় হওয়া চিত্রা সংযমের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। বর্তমানে সে নির্ভীক এবং সাহসী পুলিশ অফিসার। চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সন্দীপ্তা সেন বলেন,“'বীরাঙ্গনা'-তে চিত্রা বসুর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সত্যিই এক যুগান্তকারী অভিজ্ঞতা। এই প্রথমবার আমি একজন মহিলা পুলিশের ভূমিকায় অভিনয় করলাম। আমি নির্ঝর মিত্র ও হইচই-এর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এমন চরিত্র দিয়েছে।”
