সংবাদসংস্থা মুম্বই:
কার্তিকের ‘হেরা ফেরি’ কাণ্ড
গত জানুয়ারিতে নিজের ৬৮তম জন্মদিনের কেক কেটেছেন পরিচালক প্রিয়দর্শন। আর সেদিন-ই অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়ালকে নিয়ে ‘হের ফেরি ৩’-এর ঘোষণা সেরেছিলেন তিনি! সম্প্রতি, এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে কার্তিক আরিয়ানকে নিয়ে ‘হের ফেরি ৩’ ছবির পরিকল্পনা সারা হয়েছিল। তবে অক্ষয়ের ‘রাজু’ চরিত্রের জন্য নয়। পরেশের আরও দাবি, “শুরু থেকেই ‘হেরা ফেরি ৩’র পরিকল্পনায় অক্ষয় ছিলেন। এখন যেহেতু এই ছবির গল্পটি সম্পূর্ণ আলাদা, তাই স্বভাবতই বাদ পড়েছে কার্তিকের ওই চরিত্রটি।”
ভিকির অশ্বমেধের ঘোড়া
এবার ৪০০ কোটি টাকার ক্লাব ছুঁয়ে ফেলল ‘ছাবা’। বিশ্বব্যাপী এই ছবির মোট যায় ৪৪৪ কোটি টাকা! আয়ের নিরিখে এই ছবি পিছিয়ে দিল রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’কেও। এখনও পর্যন্ত বক্স অফিসের নিরিখে ভিকির কেরিয়ারে সবথেকে সফলতম ছবি হয়ে দাঁড়াল এটি। এতদিন পর্যন্ত এই তকমা ছিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর। ৩৪২ কোটি টাকা আয় করেছিল সেই ছবি। এখনই সেখানে ‘ছাবা’র আয় ৪০০ কোটি টাকা। ছবিতে জেশুবাঈ ভোঁসলে এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ চর্চিত এই ছবি। বিশ্বব্যাপী ভাল ব্যবসা করার পাশাপাশি এই ছবি ঘিরে দর্শকের নানান কিসিমের উন্মাদনার মুহূর্তও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
‘দ্য আর্চিজ’-এর ব্যর্থতার দায় কার?
ঢাকঢোল পিটিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘দ্য আর্চিজ’। একে জোয়া আখতারের মতো পরিচালক তার উপর এই ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য, শাহরুখ-কন্যা সুহানা এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। এছাড়াও ছিল একগুচ্ছ নতুন তরুণ-তরুণী অভিনেতারা। তবে সে ছবি তো চলেইনি, তার উপর দেদার ট্রোলের শিকার হয়েছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রীরা। এতদিন পর এই বিষয়ে মুখ খুললেন জোয়া। জানালেন, এই ব্যর্থতার দায় তাঁর। এই ছবির ‘দায়িত্ব’ তাঁর উপর ন্যস্ত ছিল। “আমি ছেলেমেয়েগুলোকে বাছাই করেছিলাম। ওদের যা করতে বলেছিলাম, ওরা ঠিক তাই-ই করেছে। তাই এই ব্যর্থতা আমার। আর দর্শক যখন ওদের টিটকিরি দিচ্ছিলেন, ট্রোল করছিলেন আমার ভীষণ খারাপ লেগেছিল।”
