জি বাংলার ধারাবাহিক 'জগদ্ধাত্রী'তে এসেছে নতুন মোড়। গল্পের মোড়ে দুর্গার বিয়ের পরেই ঘটে অঘটন। দুর্গার স্বামী ঋষভকে চক্রান্ত করে বিষ দেওয়া হয়। ফলে মৃত্যুর সঙ্গে একপ্রকার পাঞ্জা লড়ে সে। দুর্গার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ঋষভ ভৌমিক। সমাজমাধ্যমে শুটিংয়ের কিছু মুহূর্ত ভাগ করে নেন তিনি। সেখানেই মুখে অক্সিজেন মাস্ক পরে, হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় তাঁকে। অভিনেতাকে এক ঝলক দেখে একটু অবাক হয়েছেন নেটিজেনরা। তবে পরক্ষণেই বুঝেছেন যে তাঁর এই লুক 'জগদ্ধাত্রী'র জন্য। 

 


এখন মাত্র তিন থেকে ছয় মাসে যেখানে মেগা ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে জি বাংলার 'জগদ্ধাত্রী' একের পর এক কামাল করছে টিআরপিতে। নতুন মেগা আসলেও তাদের সঙ্গে জোর টক্কর দিচ্ছে মুখার্জি পরিবার। যদিও একসময়ের 'বাংলা সেরা' ধারাবাহিক এখন প্রথম স্থান পায় না। তবে প্রথম পাঁচে বরাবরই নিজের জায়গা পাকা করে এই মেগা। 

 


মেগার গল্প এগিয়েছে বেশকিছু বছর। পরিস্থিতির শিকার হয়ে কিছুদিন আগে হুইলচেয়ারে ছিল জগদ্ধাত্রী। এদিকে, পরিবারের থেকে এতদিন দূরে ছিল জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। সে বড় হয়েছে আশ্রমে। কিন্তু মার এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের শাস্তি দিতে পিছপা হয় না সে। জ্যাস সান্যালের মতোই সাহসী সে। প্রথমদিকে মেয়েকে চিনতে না পারলেও এখন স্বয়ম্ভূ মেয়ের পরিচয় জানতে পেরে বেজায় খুশি। 

 

 

এদিকে, মাকে একটু একটু করে সুস্থ করে তুলেছে দুর্গা। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা ও স্বামী স্বয়ম্ভূর জন্য এখন বিপদমুক্ত সে। বাবা-মেয়ে মিলে এখন শত্রুর মুখোমুখি হতে পিছপা হয় না। এদিকে আবারও ফোর্স জয়েন করেছে জগদ্ধাত্রী। মুখার্জি পরিবারেও নিজের জায়গা পাকা করেছে দুর্গা। একটু একটু করে বাড়ির মেয়ের জায়গাটা অর্জন করেছে সে। অন্যদিকে, নিজের জীবনেও বেশ খানিকটা এগিয়ে গিয়েছে দুর্গা। 

 

 

গায়ক ঋষভ মৈত্রকে মন দিয়েছে দুর্গা। তাদের প্রেম এবার এগিয়েছে বিয়ের দিকে। কিন্তু দুর্গার বিয়ের দিন ঘটে এক ভয়ঙ্কর কাণ্ড। ফুলশয্যার রাতে ঋষভের খাবারে কেউ চক্রান্ত করে বিষ মিশিয়ে দেয়। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ঋষভ। এদিকে জগদ্ধাত্রী জানতে পারল এই ষড়যন্ত্রের পিছনে দিব্যা সেনের নাম! ঘটনাচক্রে বোর্ড অফ ডিরেক্টরস এর পদ থেকে ইস্তফা দিল কৌশিকী মুখার্জি। কোন নতুন ঝড় আসছে মুখার্জি পরিবারে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।