শুরু থেকেই টিআরপিতে নিজের জায়গা পাকা করেছে স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'‌। বেশ কয়েক সপ্তাহ ধরে একটানা প্রথম স্থানে জায়গা করেছিল এই মেগা।টিআরপির প্রথম স্থান হাতছাড়া হলেও, গল্পের টুইস্টে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। 

 


গল্পে রাণী ভবানীর জন্ম থেকে বড় হয়ে ওঠা, বিয়ে, তারাপীঠের মন্দিরের সঙ্গে যোগ আর শেষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পুরো কাহিনির কোলাজ তুলে ধরা হচ্ছে। রাণী ভবানীর নানা বয়সের লুকে দেখা গিয়েছে রাজনন্দিনীকে। কখনও লাল ফিতে দিয়ে কলা বিনুনি বাঁধা গ্রামের সাদামাটা মেয়ে কিন্তু তার হাতে লাঠি, সকলের সঙ্গে পাল্লা দিয়ে লাঠি খেলছে। আবার কখনও একেবারে নতুন কনের বেশে ভারী গয়না আর লাল টুকটুকে বেনারসী পরে পালকি করে শ্বশুর বাড়ি যাচ্ছে আবার কখনও রাজবাড়ির বউরাণী হয়ে ক্ষুধার্তদের মুখে তুলে দিচ্ছে খাবার। এমনকী তাঁকে রণরঙ্গিনীর সাজে তরোয়াল হাতে যুদ্ধযাত্রা করতে দেখা গিয়েছে। 

 


এখন দেখা যাচ্ছে বিধবার বেশে। যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে রামকান্ত! এমনটাই বলা হয়েছে ভবানীকে। তবে ভবানীর বিশ্বাস এসব পুরোটাই চক্রান্ত করা হয়েছে। দেবীপ্রসাদের চক্রান্তের শিকার হয়ে রামকান্ত এখন নিখোঁজ। তাই ভবানীই রাজ সিংহাসনে বসে রাজপাট সামলাচ্ছে। মনে মনে সে জানে একদিন রামকান্ত ঠিক ফিরবে। ইতিহাসও বলছে সেই কথা। কিন্তু কবে আবার নাটোরে ফিরবে রামকান্ত? এই প্রশ্ন ঘুরছে সিরিয়ালপ্রেমীদের মনে। 


টলিপাড়ার অন্দরের খবর, খুব তাড়াতাড়ি ধারাবাহিকে ফিরবেন পর্দার 'রামকান্ত' ওরফে অভিনেতা সায়ন বসু। এবার তাঁর লুকেও থাকবে বিরাট চমক। রাজার বেশে নয়, এবার সন্যাসীর বেশে নাটোরের রাজবাড়িতে প্রবেশ করবে রামকান্ত। যুদ্ধক্ষেত্রে তার সঙ্গে যা চক্রান্ত হয়েছে, সে সব ফাঁস করার দিন এগিয়ে এসেছে। রামকান্তকে উদ্ধার করে সন্যাসীদের দল। আধ্যাত্মিক রামকান্ত তাই এতদিন ভগবানের সেবায় নিমজ্জিত ছিল। অবশেষে নাটোরে ফিরে আসবে সে।

 

 

আরও পড়ুন: ২০২৬ পর্যন্ত মুক্তি পিছিয়ে গেল এই বাংলা ছবিগুলোর! বড়দিনে প্রেক্ষাগৃহে আসছে কোন তিন ছবি? কী জানালেন পিয়া সেনগুপ্ত? 

 


রামকান্তকে দেখে ভবানী চিনতে পারবে তো? গল্পের নতুন মোড়ে কী হতে চলেছে এখন সেটাই দেখার। এর আগেও একবার দেবীপ্রসাদের চক্রান্তে মৃত্যুমুখে পড়েছিল রামকান্ত। তাকে জীবন বাজি রেখে রক্ষা করেছিল ভবানী। চক্রান্তের আড়ালে থাকলেও ভবানী ঠিক চিনে ফেলেছিল আসল অপরাধীকে। তাই দেবীপ্রসাদের কার্যকলাপ নজরে রাখতে শুরু করেছিল সে। 

 


এদিকে, রামকান্তর রাজ্যাভিষেকের দিন ঘটেছিল এক কাণ্ড। রামকান্তর শপথ নেওয়ার সময় বাধা দিয়েছিল দেবীপ্রসাদ। সে জানিয়েছিল, রামকান্তর রাজা হওয়ার কোনও যোগ্যতা নেই। এই কথা শুনে রণংদেহী মূর্তি ধারণ করেছিল ভবানী। তরোয়াল দিয়ে দেবীপ্রসাদের ঔদ্ধত্য দমিয়ে দিয়েছিল সে। জানিয়েছিল, রাজাকে যে মেরে ফেলার ষড়যন্ত্র করে, তার জায়গা রাজসভায় নেই। যতদিন ভবানী থাকবে এই রাজ সিংহাসন রক্ষা করবে। হুংকার দিয়ে সে জানিয়েছিল এটাই ভবানীর রাজ শপথ। সেই শপথ ভবানী রক্ষা করে চলছে।