টিআরপিতে বরাবরই ভাল ফল করে স্টার জলসার 'শুভ বিবাহ'। শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। জীবনে ভালবাসাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার গল্প বলছে এই মেগা। সুধা ও তেজের সম্পর্কের রসায়ন যেন রোজ আরও মধুর হয়ে উঠছে।
একে অন্যের পাশে থাকার কথাই কেবল দেয়নি তারা, সেই কথা অক্ষরে অক্ষরে পালনও করছে। একের পর এক বাধা এলেও হাতে হাত ধরে সমস্ত বিপদ মোকাবিলা করছে তেজ-সুধা। কিছুদিন আগেই সুধার প্রাক্তন স্বামী সার্থক, তাদের সম্পর্কে ভাঙন ধরাতে উঠেপড়ে লেগেছিল। যদিও সেই চেষ্টা বিফলেই গিয়েছে তার।
আরও পড়ুন: জি বাংলার 'মহালয়া'য় 'মহিষাসুরমর্দিনী' হবেন ইধিকা পাল? 'মহাদেব'-এর চরিত্রে থাকছেন কোন অভিনেতা?
কিছুদিন আগেই খুশির খবর এসেছিল বসু মল্লিক পরিবারে। সঙ্গে এসেছিল বিপদের আঁচও। জানা গিয়েছিল মা হতে চলেছে সুধা। তবে জানা যায়, তেজ নাকি কখনও বাবা হতে পারবে না। তাহলে কার সন্তান বহন করছে সুধা? তখন এই প্রশ্ন ওঠে পরিবারে। সন্দেহের বশে সুধার চরিত্র নিয়েও প্রশ্ন ওঠে। সে যে সার্থকের কাছে বন্দি ছিল, সেই সময় তাদের ঘনিষ্ঠতা নিয়েও ওঠে হাজার কথা। লজ্জায়, অপমানে জর্জরিত সুধা। তেজ না হলে, কার সন্তানের মা সে? এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ছাড়া হয় সুধা। একাই সন্তানের জন্ম দেয় সে। মেয়েকে নিয়ে একা পথ চলার শপথ নেয় সুধা।
এর মাঝে কেটে যায় কয়েক বছর। এখন তেজ ও সুধার পথ আলাদা। তবে হঠাৎই মেয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয় তেজের। সে জানতে চায়, তার মা কে? সুধার সঙ্গে আবারও এইভাবে দেখা হয় তেজের। এরপর শুরু হয় তেজের লড়াই। সুধাকে ফিরে পাওয়ার জন্য নিজের ভালবাসার প্রমাণ দেয় সে। এদিকে, একরত্তি মেয়েও চায়, মা-বাবা অভিমান ভুলে একে অপরের কাছাকাছি আসুক। তাই বিভিন্নভাবে প্ল্যান করে সে।
সদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে বর্ষার মরশুমে তেজ-সুধার মেয়ের আবদারে একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বসু মল্লিক পরিবারে। তেজ-সুধার এই অনুষ্ঠানে এসে হাজির স্টার জলসা পরিবারের অনেকেই। থাকছে দীপা ও তার দুই মেয়ে সোনা ও রূপা। একসঙ্গে ছোটরা নাচে-গানে আনন্দ করে এই অনুষ্ঠানে। বাদ যায় না বড়রাও, যোগ দেয় তারাও। অনুষ্ঠানের চমক হয়ে উঠবে তেজ-সুধার নাচ। রিমঝিম ধারাতে একে অপরের কাছাকাছি আসবে কি দু'জন? অভিমান ভুলে আবারও এক হবে তারা? নিজের সম্পর্ককে কি আরেকটা সুযোগ দেবে তেজ-সুধা? সেই উত্তর মিলবে ২৭ জুলাই, স্টার জলসার পর্দায়।

এর আগেও বহুবার তেজ-সুধার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তবে সেসব মিটিয়ে বারবার এক হয়েছে দু'জন। কখনও তৃতীয় ব্যক্তির কারণে তো কখনও পরিস্থিতির কারণে একে অপরের মধ্যে খুঁত খুঁজে পেয়েছে তারা। তবে দিনের শেষে একে অপরের মধ্যেই শান্তিও খুঁজে পেয়েছে। তাই এই ধারাবাহিকের দর্শকের মতে, খুব তাড়াতাড়ি আবারও এক হবে তেজ-সুধার পথ।
