পুজোর আবহে প্রতিটি চ্যানেলেই আসছে গল্পের নতুন মোড়। বিনোদন জোগাতে পিছিয়ে নেই জি বাংলাও। দুর্গাপুজোর আগেই ঘোষণা হয়েছিল প্রতিটি ধারাবাহিকের নিত্য নতুন চমক নিয়ে গোটা মাস জুড়ে চলবে 'মাস জুড়ে শারদ সুরে'। অর্থাৎ এই পুজোর মাসে কীভাবে কাটাবে প্রতিটা মেগার পরিবার, সেটাই দেখানো হবে।
দুর্গাপুজো পেরিয়ে লক্ষ্মীপুজো আসতেই জি বাংলার চার নায়িকার জীবনে এল নতুন মোড়। কীভাবে লক্ষ্মীমন্ত হয়ে উঠবে কুসুম, জগদ্ধাত্রী, পরিণীতা ও লাজবন্তী? এবার সেই গল্পই দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।
ইতিমধ্যেই 'জগদ্ধাত্রী'র গল্পে নতুন মোড় এসেছে। এখন এই ধারাবাহিকের গল্প এগোচ্ছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে কেন্দ্র করে। ঘরে, বাইরে দুর্গার লড়াই যেন আরও প্রিয় হয়ে উঠেছে দর্শকের। তাই টিআরপি তালিকায় আবারও জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রায় তিন বছর ধরে চলছে এই মেগা। শুরুর দিকে টিআরপিতে প্রথম স্থান ছিল 'জগদ্ধাত্রী'র দখলে। মাঝে কিছুটা মান পড়ে গিয়েছিল এই মেগার। তবে ধীরে ধীরে গল্পের মোড়ে আবারও টিআরপি তালিকায় প্রথম দিকেই দেখা যায় এই ধারাবাহিককে।
আরও পড়ুন: ফের একফ্রেমে সত্যম-সুরঙ্গনা, কার পরিচালনায় হইচই-এ দেখা যাবে অনস্ক্রিন জুটিকে?
'পরিণীতা'কে শুরু থেকেই দর্শক ভালবাসা দিয়েছেন। গ্রামের মেয়ে পারুলের লড়াইকে প্রশংসা করেছেন অনুরাগীরা। গ্রামের মেয়ে হলেও পারুল কিন্তু শিক্ষিত, তাই এই গল্পটি দর্শকের চোখে অন্য জায়গা পেয়েছে। টিআরপিতেও দারুণ ফল করে এই মেগা। চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করেছিল পারুল। গল্পে বসু বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করে পারুল। কিন্তু এখনও পর্যন্ত পরিবারের অনেকেই তাকে তেমনভাবে পছন্দ করে না। লক্ষ্মী দেবীর কৃপায় পারুল কি হয়ে উঠতে পারবে সবার পছন্দের সদস্য? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
অন্যদিকে, 'কুসুম'-এর গল্পেও আসছে দারুণ চমক। ঘটনাচক্রে একটা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কুসুম ও আয়ুষ্মানের বিয়ে হয়। কিন্তু এই বিয়েকে মন থেকে মেনে নেয় কুসুম। সে মনে মনে নিজেকে আয়ুষ্মানের স্ত্রী ভাবে। তাই সে লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করে যে, একদিন যেন দেবী মায়ের মন জিতে সে পরিবারের লক্ষ্মী বউ হয়ে উঠতে পারে। কিন্তু কুসুমের মনের বাসনা পূরণ হবে কি?
এদিকে, 'কনে দেখা আলো'য় শুরু থেকেই চলে টানটান উত্তেজনা। গ্রামের মেয়ে লাজবন্তী ও শহরের বনলতার ভাগ্য অদলবদল হয়ে যায়। তারপর থেকে দু'জনের জীবনে টানাপোড়েনের শেষ নেই। বনলতা তবুও নিজের জায়গা গড়ে নিচ্ছে। তবে রাজু বয়সে ছোট, সে শহরে এসে হিমসিম খাচ্ছে। এদিকে, একটু একটু করে লাজুর প্রতি দুর্বল হয়ে পড়ছে অনুভব। রাজু কি পারবে লক্ষ্মী বউ হয়ে উঠতে? কী লেখা আছে তার ভাগ্যে? এসবের উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
