নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় দর্শকের মন জয় করেছে পারিবারিক গল্প 'বসু পরিবার'। অঞ্জন বাবুর পরিবারের গল্প অল্পদিনেই বেশ মনে ধরেছে দর্শকের। একের পর নতুন মোড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছে দীপ্তেশ আর নীলা। 

 

গল্পে বসু পরিবারের ভাঙন আটকাতে অসহায় অঞ্জন বাবু। কেউ না থাকলেও তাঁর পাশে এসে দাঁড়ায় নীলা। মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। কিন্তু বিপদের মুখে পড়ে সেও। দীপ্তেশ আর নীলাকে আলাদা করতে সৌমিলী উঠে পড়ে লেগেছে। 

 

ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে, সৌমিলীর ষড়যন্ত্রে বসু পরিবার থেকে নীলাকে বের করে দেওয়া হয়। কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরে ফের নীলাকে পরিবারের সদস্যরা ফিরিয়ে আনে। কিন্তু ফের কঠিন পরিস্থিতির মুখে পড়ে সে।‌

 

সংসারের হাল ধরতে নীলা এবার বার সিঙ্গার! জেঠিমার চিকিৎসার টাকা জোগাড় করতে আর সংসারের হাল ধরতে নীলা বারে গান গাওয়ার প্রস্তাবে রাজি হয়। সে বাড়িতে নানা অজুহাত দিয়ে প্রতিদিনই গাইতে যায়। সেই বারেই নিয়মিত যায় সুমন। সে চক্রান্ত করে দিপুকে সেখানে পাঠায়। দিপু প্রথমে ইতস্তত করলেও বারে গিয়ে নীলাকে দেখে অবাক হয়। তার এতদিনের বিশ্বাস ও বসু বাড়ির মানুষদের ভালবাসার এই মূল্য দিল নীলা? এই ভাবনা থেকেই ফের তাকে ভুল বোঝে দিপু। কী হবে এরপর? সত্যিটা সবার সামনে আসবে কি? নীলা কি পারবে 'বসু পরিবার'-এর সম্মান রক্ষা করতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।