সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

 

 

বিচ্ছেদের পথে উর্মিলা-মহসিন

 

ভালবেসে ভিনধর্মে বিয়ে করেছিলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। কিন্তু ভাঙনের মুখে নায়িকার ৮ বছরের দাম্পত্য। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী। তবে এই বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। 

 

একফ্রেমে আদিত্য-শ্রদ্ধা

 

একটা সময় আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের রোম্যান্স নিয়ে কম চর্চা হয়নি নেট পাড়ায়। তবে প্রকাশ্যে কোনওদিনই নিজেদের প্রেমে সিলমোহর দেননি তাঁরা। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিলেন 'আশিকি ২' জুটি। হঠাৎ শ্রদ্ধাকে দেখেই আবেগে তাঁকে জড়িয়ে ধরেলন আদিত্য রায় কাপুর। এই দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বৃষ্টির দিনে শ্রদ্ধা-আদিত্যর এই মিষ্টি মুহূর্তে নেটিজেনদের 'আশিকি ২'-এর রোম্যান্টিক সব মুহূর্তগুলোকে আরও একবার যেন মনে করিয়ে দিয়েছে। 

 

 

আলিয়ার সঙ্গে কেমন সম্পর্ক জুনিয়র এনটিআর-এর?

 

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর বলেন, "মুম্বইয়ে প্রথমদিন থেকেই আমার সবচেয়ে ভাল বন্ধু হয়ে উঠেছিল আলিয়া। তারপর যদিও রণবীরের সঙ্গেও আমার ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু আলিয়ার মতো এত ভাল বন্ধু আমি আগে পাইনি। 'আরআরআর' ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই আমাদের দু'জনের বোঝাপড়া আরও মজবুত হয়েছে।"