বলিউডে নতুন রসায়নের গন্ধ! দীর্ঘদিন পর এমন একসঙ্গে এতগুলো ‘ফ্রেশ ফেস’ আর নতুন অনস্ক্রিন জুটির খবর ঘিরে তাপমাত্রা চড়েছে ইন্ডাস্ট্রির ভিতরে-বাইরে। দর্শকরাও উন্মুখ দেখতে যে কে কাকে ছাপিয়ে যাবে বড়পর্দায়, সেই প্রতিযোগিতার দৌড়ে। এক নজরে দেখে নেওয়া যাক সেই পাঁচটি ঝলমলে নতুন জুটি, যাদের দেখার অপেক্ষায় দিন গুনছে বলিউডপ্রেমীরা।
2
5
ইমরান হাশমি ও ইয়ামি গৌতম: বিতর্ক, আবেগ আর আইনের মিশেলে তৈরি হতে চলেছে এই শক্তিশালী ড্রামা ‘হক’। শাহ বানো মামলার ঐতিহাসিক রায়ের প্রেরণায় তৈরি এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে ইয়ামি গৌতম ও ইমরানকে। একদিকে ইয়ামির স্থিরতা, অন্যদিকে ইমরানের তীক্ষ্ণতা। এই জুটির কেমিস্ট্রি ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে।
3
5
ধনুষ ও কৃতি স্যানন: আনন্দ এল রাইয়ের পরিচালনায় ধনুষ ও কৃতি স্যানন আসছেন এক রোমান্টিক কাহিনি ‘তেরে ইশ্ক মেঁ’ নিয়ে। দক্ষিণের সুপারস্টার ধনুষের সঙ্গে বলিউড ডিভা কৃতির এই নতুন জুটি যে দর্শকদের মন জয় করবে, তা নিয়ে কোনও সন্দেহই নেই।
4
5
অগস্ত্য নন্দা ও সিমর ভাটিয়া: অমিতাভ নাতি আগস্ত্য নন্দা ও নবাগত সিমর ভাটিয়া একসঙ্গে অভিনয় করছেন বাস্তব জীবনের এক বীরের গল্পে, সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতরপালের জীবনী ‘ইক্কিস’-এ। প্যাশন আর দেশপ্রেমে ভরপুর এই জুটি ইতিমধ্যেই আলোচনায়।
5
5
ইব্রাহিম আলি খান ও শ্রীলীলা: সইফ-পুত্র ইব্রাহিমের বলিউড ডেবিউ হতে চলেছে কায়োজে ইরানির স্পোর্টস ড্রামা ‘দিলের’-এ। তাঁর বিপরীতে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। নতুন জুটির প্রাণবন্ত উপস্থিতি আর এনার্জি ইতিমধ্যেই ‘দিলের’কে দর্শকের কৌতূহল তুঙ্গে তুলেছে।