ভারতের অন্যতম বড় তারকা ক্রিকেটার ইরফান পাঠান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে তাঁকে ধারাভাষ্য, ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যায়। তাছাড়াও লেজেন্ডস লিগে খেলতে দেখা যায় তাঁকে। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ কত তারই এক ঝলক রয়েছে এই প্রতিবেদনে।
2
7
২০২০ সালে সব ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন পাঠান। তাঁর কেরিয়ার ভারতীয় ক্রিকেটে অল রাউন্ডারের সংজ্ঞা এবং ভূমিকা বদলে দিয়েছিল। তিনি বর্তমানে বোর্ডের চুক্তিতে নেই। তবে বিসিসিআইয়ের পেনশন প্ল্যানের আওতায় আছেন তিনি।
3
7
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, একটা বিশেষ সংখ্যার টেস্ট ম্যাচ খেলার পর মাসিক পেনশনের ব্যবস্থা করে দেয় বোর্ড। এর দুটি স্তর রয়েছে। পাঠান ২৯টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় স্তরে থেকে ইরফান পাঠান বর্তমানে ৬০,০০০ টাকা পেনশন পান।
4
7
ভদোদরায় প্রায় ১৫,০০০ স্কোয়্যার ফিট বাড়ি রয়েছে পাঠানের। জানা যায়, এর দাম প্রায় ২.৫ কোটি। তবে এটা বর্তমান বাজারমূল্য নয়। জানা যায়, সেই বাড়িতে পাঁচটি বেডরুম, ব্যক্তিগত জিম, বিশেষভাবে সাজানো বাগান রয়েছে। এছাড়াও মুম্বইতেও বাড়ি রয়েছে ইরফানের।
5
7
বাড়ি ছাড়াও গাড়ির শখ রয়েছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের। তাঁর কাছে টয়োটা ফরচুনার, মিনি কুপার এবং মার্সিডিজ বেঞ্জ এ-ক্লাস রয়েছে।
6
7
ইরফান পাঠানের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৬৯ কোটির কাছাকাছি। তবে পুরোটাই স্পোর্টস দুনিয়া নামে এক সংবাদপত্রের দাবি। এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি।
7
7
অবসরের পর বর্তমানে ধারাভাষ্যে দেখা যায় ইরফান পাঠানকে। এর পাশাপাশি, একাধিক ব্যান্ডের এনডের্সমেন্টের দায়িত্বেও রয়েছেন তিনি।