বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন শীঘ্রই বুধ ও শনির নবপঞ্চম রাজযোগে চার রাশির জীবনে বিরাট বদল আসতে চলেছে।
2
7
জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল শনি। প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন। বারোটি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় ৩০ বছর সময় লাগে।
3
7
অন্যদিকে, সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন।
4
7
আগামীকাল ২৬ অক্টোবর বুধ ও শনির শুভ সংযোগ হবে। বুধ ও শনি ১২০ ডিগ্রিতে বিরাজমান। এর ফলেই শক্তিশালী নবপঞ্চম রাজযোগ নির্মাণ হতে চলেছে ৷ বুধ ও শনির এই যুগলবন্দিতে তিন রাশির ওপর শুভ প্রভাব পড়বে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
5
7
মিথুন: নবপঞ্চম রাজযোগের ফলে মিথুন রাশির ভাগ্যে শুভ প্রভাব পড়বে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। ঋণের বোঝা কমবে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
6
7
মকর: নবপঞ্চম রাজযোগে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে।
7
7
কুম্ভ: শনি-বুধের প্রভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্বে পরিবর্তন আসবে, আত্মবিশ্বাস বাড়বে। নিজের আচরণে সকলকে আকৃষ্ট করতে পারবেন। সমাজ ও পেশাদার ক্ষেত্রে খ্যাতি বাড়বে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। প্রেম জীবনে সুখ থাকবে। অবিবাহিতরা নতুন সম্পর্ক শুরু করতে পারেন।