নামের পাশে ‘সুপারস্টার’ তকমা জুটেছে অনেক আগেই, কিন্তু সেই মর্যাদা ধরে রাখা যে আরও কঠিন, তা ভালভাবেই জানেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জনপ্রিয়তা, দায়িত্ব, প্রত্যাশা— সব মিলিয়ে প্রতিটা দিনই তাঁর কাছে এক নতুন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ নিয়েই পথ চলছেন নায়িকা। ৩ নভেম্বর শুভশ্রীর জন্মদিন। সাধারণত এই দিনটা তাঁর জন্য উদযাপনের হলেও, এ বছর তাঁকে ঘিরে রইল ব্যস্ততা। কাজের প্রতি দায়বদ্ধতা আর নিষ্ঠাই যেন তাঁর প্রকৃত উদযাপন।
2
6
সকাল থেকেই নেমেছে শুভেচ্ছার ঢল। অনুরাগী থেকে কাছের মানুষ, সহকর্মী— জন্মদিনে শুভশ্রীকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন সকলেই। কিন্তু নায়িকার দম ফেলার ফুরসত কই! সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত তিনি। ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাকের মাঝেই কাটছে সময়।
3
6
আজকাল ডট ইন-কে শুভশ্রী বলেন, “আমি এখন শুটিংয়ে আছি। খুবই ব্যস্ত। রাতে কী ভাবে উদযাপন করব এখনও জানি না।” অর্থাৎ ধরেই নেওয়া যায়, কর্মব্যস্ততায় উদযাপনের পরিকল্পনাও ব্রাত্য নায়িকার রুটিনে।
4
6
জানা গিয়েছে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘ওয়েটিং রুম’-এর শুট করছেন শুভশ্রী। ট্রেনে চেপে পাড়ি দিয়েছিলেন ঝাড়খণ্ড। পর্দায় নতুন চরিত্রে প্রাণকাঠি ছোঁয়াতে কোনও ত্রুটি রাখছেন না রাজ-ঘরনি।
5
6
শুভশ্রীর নতুন সিরিজ ‘অনুসন্ধান’ মুক্তি পাবে ৭ নভেম্বর। অদিতি রায় পরিচালিত থ্রিলার সিরিজে এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। নানা নীরিক্ষামূলক কাজের জন্য সমসাময়িকদের থেকে দর্শক এগিয়ে রেখেছে তাঁকে।
6
6
চলতি বছরে সাফল্যের শিখরে শুভশ্রী। তাঁর অভিনীত ‘গৃহপ্রবেশ’ ভাল ব্যবসা করেছে বক্স অফিসে। ‘ধূমকেতু’ ভেঙে দিয়েছে অতীতের সাফল্যের সব রেকর্ড। পরবর্তীতে মুক্তি পেতে চলেছে তাঁর ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।