আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের যোধপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৫ জনের, আহত হয়েছেন আরও দু’জন। রবিবার ভর সন্ধ্যায় ভারতমালা এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। 

জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি টেম্পো ট্র্যাভেলার। তাতেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা সকলেই যোধপুর জেলার ফলোদি এলাকার বাসিন্দা। তাঁরা কলায়ত মন্দিরে দর্শন সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

ফলোদির পুলিশ সুপার কুন্দন কনওয়ারিয়া জানিয়েছেন, দুর্ঘটনার সময় ট্র্যাভেলারের গতি এতটাই বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙেচুরে যায়।

বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও পথচলতি মানুষ একযোগে উদ্ধারকাজে নামেন। দুর্ঘটনার তীব্রতায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকাতেও।

ফলোদি থানার অফিসার অমনারাম বলেন, ‘ধাক্কার তীব্রতায় মৃতদের দেহ গাড়ির সিটের সঙ্গে আটকে গিয়েছিল। তাঁদের বের করতে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে।’

জানা গিয়েছে, আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডর তৈরি করে যোধপুরে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ মথুরদাস মথুর ও সুপারিনটেনডেন্ট বিকাশ রাজপুরোহিত হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধার ও শনাক্তকরণের কাজ। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ফলোদির মাতোড়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আহতদের সর্বোচ্চ স্তরের চিকিৎসার ব্যবস্থা করতে। ঈশ্বর যেন মৃতদের আত্মার শান্তি দান করেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলটও এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘পাটনায় থাকাকালীন ফলোদির মাতোড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পেলাম। ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আমি গভীরভাবে শোকাহত। ঈশ্বর যেন নিহতদের আত্মাকে শান্তি দেন ও তাঁদের পরিবারকে এই শোক সামলানোর শক্তি দেন।’

পুলিশ জানিয়েছে, কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।