আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিভিন্ন প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে বার্ড ফ্লু। ফলে নতুন করে চিন্তায় চিকিৎসকরা। বার্ড ফ্লু, বৈজ্ঞানিকভাবে যাকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলা হয়, তা আবারও ভারতের জন্য একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
 
 কেন্দ্রীয় সরকার ২০২৫ সালে ১০টি রাজ্যে মোট ৪১টি প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। এই রাজ্যগুলি হল: মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশা। মন্ত্রী এস.পি. সিং বাঘেল জানান, এই প্রাদুর্ভাবগুলো ভারতের পোলট্রি (মুরগি খামার) খাতের দুর্বলতা তুলে ধরেছে এবং জনস্বাস্থ্যের জন্যও চিন্তার কারণ, কারণ এই ভাইরাস মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে।
 
 বিশ্বব্যাপী বার্ড ফ্লুকে ভয় পাওয়া হয়, কারণ H5N1 এবং H7N9-এর মতো কিছু স্ট্রেইন অতীতে মানুষকে সংক্রমিত করেছে এবং এগুলোর মৃত্যুহার অনেক বেশি। ভবিষ্যতের নিয়ন্ত্রণে রাখতে রোগের লক্ষণ, সংক্রমণের উপায়, চিকিৎসা এবং প্রতিরোধমূলক কৌশল জানা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: এবার মোবাইল থেকেই আপডেট করতে পারবেন নিজের আধার, চালু হল নতুন এই ব্যবস্থা
 
 বার্ড ফ্লু কী?
 
 বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাসঘটিত সংক্রমণ, যা মূলত মুরগি, হাঁস, টার্কি ইত্যাদি পাখিদের আক্রান্ত করে। এটি ইনফ্লুয়েঞ্জা 'এ' ধরণের ভাইরাস দ্বারা হয়ে থাকে এবং সাধারণত H5N1, H5N8 ও H7N9 স্ট্রেইন সবচেয়ে বেশি দেখা যায়। যদিও এই ভাইরাস প্রধানত পাখিদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিছু কিছু স্ট্রেইন মানুষের শরীরেও সংক্রমণ ঘটাতে পারে, বিশেষ করে সংক্রামিত পোলট্রির সংস্পর্শে এলে বা তাদের মল বা দূষিত পরিবেশের মাধ্যমে।
 
 মানবদেহে বার্ড ফ্লুর লক্ষণসমূহ:
 
 মানবদেহে বার্ড ফ্লুর লক্ষণ সাধারণ ফ্লুর মতো শুরু হলেও দ্রুত জটিল রূপ নিতে পারে। সাধারণ লক্ষণগুলো হলো:
 
 উচ্চ জ্বর ও শীত লাগা: ভাইরাস সংক্রমণের প্রাথমিক চিহ্ন।
 
 কাশি ও গলা ব্যথা: শ্বাসযন্ত্রের সাধারণ উপসর্গ।
 
 পেশিতে ব্যথা ও ক্লান্তি: শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসের সঙ্গে লড়াই করায় এই উপসর্গ দেখা দেয়।
 
 শ্বাসকষ্ট: মারাত্মক অবস্থায় নিউমোনিয়া ও অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম (ARDS) হতে পারে।
 
 সাধারণ ফ্লুর চেয়ে বার্ড ফ্লু অনেক দ্রুত জটিল অবস্থায় পৌঁছাতে পারে এবং যদি চিকিৎসা না হয়, তবে শ্বাসযন্ত্রের অচলতা ঘটাতে পারে। তাই প্রাথমিক পর্যায়েই চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 
 পোলট্রি শিল্প ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব
 
 বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শুধু জনস্বাস্থ্যের জন্য ক্ষতি নয়, এটি দেশের অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে পোলট্রি খাতের উপর। প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জনসচেতনতা ছাড়া ভবিষ্যতে এই ধরনের প্রাদুর্ভাব আরও বড় আকার নিতে পারে।
 
 এর আগেও ভারতে বার্ড ফ্লু তার খেলা দেখিয়েছে। সেদিক থেকে দেখতে হলে যদি ফের এটি মাথাচাড়া দেয় তাহলে সেটি ফের নতুন করে সমস্যা তৈরি করতে পারে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে এখনও এবিষয়ে চিন্তার কিছু নেই। তবে যে রাজ্যে এটি দেখা গিয়েছে সেখানে সতর্ক থাকতে বলা হয়েছে। সেখান থেকে যাতে অন্যত্র এই রোগ থাবা না বসাতে পারে সেদিকে জোর দেওয়া হয়েছে।
