আজকাল ওয়েবডেস্ক: ফের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজস্থানে। মঙ্গলবার জয়পুরে এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজন শাহপুরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। পুলিশ ধ্বংসাবশেষের মধ্যে খোঁজ চালিয়ে যাত্রী এবং ক্ষতিগ্রস্তদের শনাক্ত করার জন্য পরিচয়পত্র পরীক্ষা করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার একটি ১১ হাজার কিলোভোল্টের হাইটেনশন তার বাসটির উপর ছিড়ে পড়ে। এর ফলে বাসে উপস্থিত সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং বাসটিতে আগুন ধরে যায়। বাসটির দশজন শ্রমিক উত্তরপ্রদেশের বরেলি থেকে টোডির একটি ইটভাটায় কাজ করতে এসেছিলেন। বাসে তড়িদাহত হয়ে নিহত দু’জনের নাম নাসিম (৫০) এবং শাহিনম (২০)। তাঁরা বাবা ও মেয়ে। তাঁদের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। জয়পুর সরকারি হাসপাতালে রেফার করা পাঁচজন ভুক্তভোগীর মধ্যে তিনজন মহিলা। নাম নাজমা, সিতারা এবং নাহিম। আহত আরও দু’জনের নাম আজার এবং আলতাফ।

আরও পড়ুন: ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 'মান্থা', বাতিল বিমান-ট্রেন, আতঙ্কে ওড়িশায় হোটেল বুকিং কমে গেল হু হু করে, রইল সব আপডেট

রাজস্থানের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) জানিয়েছেন, বাসটি অতিরিক্ত পণ্য বহন করে নিয়ে যাচ্ছিল। বাসের ছাদে অতিরিক্ত পণ্য রাখা ছিল, যা হাইভোল্টেজ তারে আঘাত করে। যার ফলে তারটি ছিড়ে বাসের উপর পড়ে এবং বাসটিতে আগুন ধরে যায়। তবে, গ্রামবাসীরা দাবি করেছেন যে তারটি মেরামত করার জন্য তাঁরা অনেক দিন ধরেই বিদ্যুৎ বিভাগের কাছে অভিযোগ করে আসছেন এবং মেরামতেরও অনুরোধ করেছিলেন।

দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বাসটিতে ১৫টি এলপিজি সিলিন্ডার ছিল যার মধ্যে দু’টি বিস্ফোরণ হয়েছে। দমকলকর্মী বলেন, “বাসে কত জন যাত্রী ছিলেন তা আমি জানি না তবে আমরা তাঁদের মধ্যে ২৫ জনকে বাঁচাতে সক্ষম হয়েছি। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়েছে।”

?ref_src=twsrc%5Etfw">October 28, 2025

বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।” এর পাশাপাশি তিনি রাজস্থানে ঘন ঘন সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

?ref_src=twsrc%5Etfw">October 28, 2025

রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত ১৫ অক্টোবর বিকেলে জয়সলমের থেকে রাজস্থানের যোধপুরগামী একটি বেসরকারি বাসে আগুন লেগে ২০ জনের ঝলসে মৃত্যু হয়। আহত হয়েছেন ১৬ জন। পুলিশ জানিয়েছে, ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি বিকেল ৩টের সময় জয়সলমের থেকে ছাড়ে। জয়সলমের-যোধপুর জাতীয় সড়কে, পিছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক রাস্তার পাশে বাসটি থামিয়ে দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন গাড়িটিকে গ্রাস করে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীরা বাসটির একটি মাত্র দরজা দিয়ে বাস থেকে বেরনোর চেষ্টা করেছিলেন। কিন্তু বাসের দরজাটি আটকে গিয়েছিল।