আজকাল ওয়েবডেস্ক: শয্যায় শোয়ানো বৃদ্ধের 'মরদেহ'। চোখে তুলসিপাতা। কপালে চন্দন। গলায় ফুলের মালা। শেষকৃত্যের আগে বৃদ্ধকে ঘিরে হাউমাউ করে কেঁদে ভাসালেন পরিবারের সদস্যরা। ঠিক তখনই চমকে গেলেন সকলে। আচমকাই নড়ে উঠল 'মৃত' বৃদ্ধের পা। ব্যাস! সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। সেখানে গিয়ে জ্ঞান ফিরল তাঁর! 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার উল্লাসনগরে। পরিবার জানিয়েছে, ৭০ বছরের অভিমান নামের বৃদ্ধ দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত। জেজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ দিন আগে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকালে হঠাৎ স্বাস্থ্যের অবনতি হয়। কোনও জ্ঞান না থাকায় বৃদ্ধকে অটোরিক্সায় নিয়ে শিবনেরি হাসপাতালে নিয়ে যায় পরিবার। 

 

সেই হাসপাতালের বাইরেই বৃদ্ধকে পরীক্ষা করেন এক চিকিৎসক। তাঁকে মৃত বলেও ঘোষণা করেন। হাসপাতালের তরফে ডেথ সার্টিফিকেট নিয়ে বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার আগেই বৃদ্ধের পা নড়ে ওঠে। তখনই স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখানে বৃদ্ধকে জীবিত বলেই জানান চিকিৎসকরা। 

 

যেদিন দুপুরে শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল, সেই সময়েই পরিবারের সঙ্গে বসে খাবার খান বৃদ্ধ। এদিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি জানান, বৃদ্ধকে ভেন্টিলেশনে রাখার জন্য পরিবারকে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তাঁরাই ডেথ সার্টিফিকেট চান। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন চিকিৎসক।