আজকাল ওয়েবডেস্ক: সানাই বাজছে বিয়ের আসরে। কিছুক্ষণেই শুরু বিয়ের আচার। পার্লারে সাজগোজ করছিল কনে। তখনই ঘটল বিপত্তি। পার্লারে ঢুকেই কনেকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে গেল পুলিশ। ঘটনায় সকলে হকচকিয়ে যান। এদিকে পাত্রকে এক বিরাট বিপদ থেকে বাঁচাল পুলিশ। আসল ঘটনা জানার পরেই সকলের চক্ষু চড়কগাছ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তিরুবনন্তপুরমে। শনিবার পুলিশ জানিয়েছে, পাত্রীর গতিবিধি দেখে আগেই সন্দেহ হয়েছিল পাত্রের। শুক্রবার তিনিই পুলিশে খবর দেন। শনিবার পার্লারে বিয়ের সাজগোজ করছিল ওই তরুণী। তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পার্লার থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানেই ফাঁস হয় তার আসল কীর্তি। 

 

পুলিশ জানিয়েছে, তরুণী বিবাহিত এবং দুই সন্তানের মা। ৩০ বছর বয়সি তরুণী ভুয়ো পরিচয় দিয়ে এর আগে আরও সাতটি বিয়ে করেছে। বিয়ের পর সোনার গয়না, মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে যায়। এটি তার অষ্টম বিয়ের পরিকল্পনা ছিল। এবারেও সোনার গয়না নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু বিয়ের আগেরদিন পাত্রের সন্দেহ হওয়ায় পুলিশকে জানিয়েছিলেন তিনি। 

 

পাত্র জানান, ম্যাট্রিমনি সাইটে এই তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল। একটি মলে দেখা করেছিলেন তাঁরা। সেদিন তরুণী বলেছিল, সে অনাথ। আত্মীয় বলতে কেউই নেই। তাই বিয়ের অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকতে পারবেন না। বিয়ের আগেরদিন এক বন্ধুর সন্দেহ হয়েছিল তাকে দেখে। তখনই পাত্রকে তিনি জানান। তারপর খবর দেওয়া হয় পুলিশে। 

 

পার্লারে সাজগোজের সময় তরুণীর ব্যাগে তল্লাশি চালান দু'জন। সেখানেই আগের সাতটি বিয়ের নথি পাওয়া যায়। পুলিশ সেগুলো দেখে আগের পাত্রদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।