আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পে ৭০ বছর এবং তাঁর ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে মিলবে চিকিৎসা। নয়া এই উদ্যোগের লক্ষ্য প্রায় ৪.৫ কোটি পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা। পরিসংখ্যান বলছে, এর মাধ্যমে প্রায় ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন।

 

 

প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা কভার পাবে। জানানো হয়েছে, ৭০ বছর বা তার ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। কীভাবে আবেদন করবেন আয়ুষ্মান কার্ডের জন্য? এই কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। যোগ্য প্রবীণ নাগরিকরা আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট বা আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

 

আবেদন করতে আধার কার্ড, মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনকারী ১৫ মিনিটের মধ্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন। নতুন এই প্রকল্পের আওতায় যারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অংশ নন, তাঁরাও প্রতি বছর পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা কভার পাবেন। যারা ইতিমধ্যে অন্য কোনও সরকারি স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় রয়েছে তাঁরাও সেই প্রকল্পের পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দিতে পারবেন।