আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টায় আরও একটু বাড়ল সোনার দাম। ৩১ জানুয়ারি ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম শহর কলকাতায় ছিল ৭৭,৭৫০ টাকা। আর খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৮১,৮০০ টাকা। আর ১ ফেব্রুয়ারি শনিবার ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম হয়েছে ৭৮,৭৫০ টাকা। অর্থাৎ একধাক্কায় হাজার টাকা দাম বেড়েছে। এদিকে, খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম হল ৮২,৮৫০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও দাম বেড়েছে হাজার টাকা। অন্যদিকে পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে কলকাতায় ৮২,৪৫০ টাকা।
এদিকে শনিবার শহর কলকাতায় খুচরো রুপোর ১০০ গ্রামের দাম ৯,৩৭৫ টাকা। আর ১ কেজির দাম হল ৯৩,৭৫০ টাকা। অন্যদিকে, রুপোর বাটের ১০০ গ্রামের দাম ৯,৩৬৫ টাকা। আর ১ কেজির রুপোর বাটের দাম ৯৩,৬৫০ টাকা। দুই ক্ষেত্রেই শুক্রবারের চেয়ে দাম বেড়েছে। সোনা ও রুপোর এই দামের সঙ্গে জিএসটি ও টিসিএস যুক্ত হবে।
এটা ঘটনা বিয়ের মরসুমে সোনার দাম ক্রমাগত বেড়েই চলেছে। দেশের অন্যান্য শহরের দাম ঊর্ধ্বমুখী। যেমন চেন্নাইয়ে ২২ ক্যারাটের দাম হয়েছে ৭৭,৩১০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮৪,৩৪০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৭৭,৩১০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৪,৩৪০ টাকা। আর রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম দাঁড়িয়েছে ৭৭,৪৬০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৪,৪৯০ টাকা।
