আজকাল ওয়েবডেস্ক: ফ্ল্যাটের ব্যালকনি ঘেঁষে সেতু নির্মাণ। জানলার পাশ দিয়েই হবে যান চলাচল! সেতুর একপাশ দিয়ে লোহার রড ঢুকে রয়েছে ফ্ল্যাটের ব্যালকনির মধ্যেই। এহেন কাণ্ডের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, হতবাক নেটিজেনরা। নির্মাণকারীদের কাণ্ডে হেসে লুটোপুটিও খেলেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। প্যারা এলাকায় কৃষ্ণনগর-কেসারি খেরা সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেই সেতুটির একাংশ ওই এলাকারই একটি ফ্ল্যাটের দেওয়াল ঘেঁষে নির্মাণ হচ্ছে। কীভাবে নির্মাণকারীরা এহেন কাজ করলেন, তা ভেবেই অবাক সকলে।
জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যা রয়েছে। রেল চলাচলের কারণে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় নিত্যযাত্রীদের। যানজটের সমস্যা এড়াতেই সেতুটি তৈরি করা হচ্ছিল। ৭৪ কোটি টাকা বাজেট এই সেতুটি নির্মাণের জন্য। গতবছর ফেব্রুয়ারি মাসে সেতুটির কাজ শুরু হয়। সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ। কিন্তু ওই এলাকার বাড়ি, ফ্ল্যাট এখনও ভাঙা হয়নি। স্থানীয়দের দাবি, ক্ষতিপূরণের টাকা এখনও তাঁদের পাঠানো হয়নি। ৩১ জন থাকেন ওই এলাকাতেই।
উত্তরপ্রদেশ রাজ্য সেতু নিগম দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ওই বিল্ডিংটি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী সাত থেকে আটদিনের মধ্যে পুরোপুরি ভেঙে ফেলা হবে আবাসনটি তারপর সেতু নির্মাণের কাজ ফের শুরু হবে।
