আজকাল ওয়েবডেস্ক: মাও ত্রাসে একসময়ে থরথর করে কাঁপতো ওড়িশার কালাহান্ডি। কেন্দ্রীয় অভিযানের ফলে মাওবাদীদের সেই প্রভাব আর নেই। কিন্তু, কালাহান্ডির মানুষের মনে এখনও মাওবাদীদের হিংসার স্মৃতি টাটকা। সেই ভয়কেই পুঁজি করেই নিজের বাবার থেকে টাকা হাতানোর চেষ্টায় ছিলেন ছেলে।
মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দিয়েছিলেন বাবাকে। দাবি করেন ৩৫ লক্ষ টাকার!
ঘটনাটি ঘটেছে ওড়িশার কালাহান্ডি জেলার নারলা পুলিশ সীমানার অন্তর্গত রূপরা রোড এলাকায়। যেখানে এই অঞ্চলের স্থানীয় ঠিকাদারের একমাত্র ছেলে অভিযুক্ত ব্যক্তি মাওবাদী সেজে টাকা দাবি করার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ।
পুলিশের মতে, যুবকটি তাঁর বাবাকে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছিল। চিঠিতে লেখা রয়েছে, টাকা পরিশোধ না করলে পুরো পরিবারকে হত্যা করা হবে। মাওবাদীদের নামে লেখা চিঠিটি ভয় তৈরি করতে এবং বাবাকে টাকা আদায়ের জন্য চাপ দেওয়ার জন্য লেখা হয়েছিল। তবে পরিস্থিতি সন্দেহজনক মনে করে ওই যুবকের বাবা নারলা থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে তদন্ত শুরু হয়।
জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে যে, চিঠিটি অভিযোগকারীর পরিবারের কেই-ই টাকা আদায়ের জন্য চক্রান্ত করেছে। পুলিশ তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। জেরায় যুবকটি স্বীকার করে যে, সে তার বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য মাওবাদী হুমকি চিঠি দিয়েছিল।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা ৭ অক্টোবর খবর পেয়েছিলেন যে মাওবাদীরা টাকা দাবি করে একটি চিঠি পাঠিয়েছিল। তদন্তের সময়, পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছিল। পরে জেরায় এই কাজের কথা সে স্বীকার করেছে। তখন জানা যায় যে, অভিযুক্ত অভিযোগকারীর-ই ছেলে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং আরও তদন্ত চলছে।
আরও পড়ুন- আচমকাই সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর সঙ্গ ছেড়ে গুজরাটের সব মন্ত্রীর পদত্যাগ! কারণ কী?
