আজকাল ওয়েবডেস্ক: অত্যন্ত মর্মান্তিক। পোষ্য কুকুরের আক্রমণে প্রাণ গেল এক যুবকের। ঘর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। মৃতদেহের পাশেই বসেছিল পোষ্য। হায়দরাবাদের হাড়হিম এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পবন কুমার (৩৮)। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে মধুরানগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাঁর সঙ্গে থাকতেন পি সন্দীপ নামের এক ব্যক্তি। সন্দীপ জানিয়েছেন, রবিবার পবন তাঁর পোষ্য কুকুরকে নিয়ে নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন। কয়েকদিন আগেই শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে ছিলেন পবন। শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাড়ি ফিরে আসেন। 

রবিবার পবন নিজের ঘরে একা ঘুমাতে গেলে সন্দীপ ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে অনেক ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না পবন। এমনকি ফোন করলেও উত্তর পাওয়া যায়নি। সন্দেহ বাড়লে তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেন সন্দীপ।   

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতরে যায়। দেখা যায়, বেডরুমের মেঝে ভেসে গিয়েছে রক্তে। পবন কুমারের নিথর দেহ পড়ে রয়েছে বিছানার ওপর। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

মথুরানগর সাব ইনস্পেক্টর জি শিব শঙ্কর বলেছেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। দরজা ভেঙে ভিতরে ঢুকে আমরা পবনের রক্তাক্ত দেহ দেখতে পাই। তাঁর গোপনাঙ্গে কুকুরের কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। য়ার জেরেই পবনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ যখন পবনের দেহের কাছে পৌঁছায় তখন ওই কুকুরটি মৃতদেহের পাশেই বসে ছিল।"

বর্তমানে ওই কুকুরটি কেমন আছে তা জানা যায়নি।

?ref_src=twsrc%5Etfw">May 5, 2025