আজকাল ওয়েবডেস্ক: ৩২ বছরের মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে খুন করলেন একদল প্রৌঢ়। কারণ? প্রতিবেশীর গাড়ির কাচ বিনা কারণেই ভেঙে ফেলেছিলেন ওই যুবক। নৃশংস হত্যাকাণ্ডের পর পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হত্যাকাণ্ডটি ঘটেছে সোমবার রাতে। দিল্লির প্রেম নগর এলাকায়। মৃত যুবকের পরিবার পুলিশকে জানিয়েছে, দীপক নামের মানসিক প্রতিবন্ধী যুবক ফ্ল্যাটের নীচে একা ঘোরাঘুরি করছিলেন। আচমকা প্রতিবেশীর টেম্পো গাড়ির একটি কাচ তিনি ভেঙে ফেলেন। যা ঘিরে ব্যাপক অশান্তি শুরু করেন ওই প্রতিবেশী। এরপর কয়েকজনকে ডেকে যুবককে হেনস্থা করা শুরু করেন সকলে মিলে।
পুলিশ সূত্রে খবর, গাড়ির কাচ ভাঙাকে কেন্দ্র করে যুবককে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন তাঁরা। বাকি প্রতিবেশীরা ছুটে এলেও মারধর থামাননি তাঁরা। এরপর গুরুতর আহত অবস্থায় দীপককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যুর পর পাঁচজনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।
