আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর। পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ভারতের। তারপর থেকেই উত্তেজনা বেড়েছে দুই দেশের মধ্যে। গত কয়েকঘণ্টায় আরও জটিল হয়েছে পরিস্থিতি। আঘাত, পাল্টা আঘাতের সংঘর্ষ জারি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবা ভোরের মধ্যে দেশের একাধিক জায়গায় হামলার চেষ্টা চালায় পাকিস্তান। ভারতীয় সেনা অন্তত ৫০টি পাক-ড্রোন গুলি করে নামিয়েছে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর।
পরিস্থিতি কোন দিকে, আগামী পদক্ষেপ কী? পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণে শুক্রবার সকালেই বৈঠকে বসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে থাকবেন তিন বাহিনীর প্রধান। বৈঠকে থাকবেন সিডিএস অনিল চ্বহান, থাকবেন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস।
অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। শত্রু দেশের হামলা আকাশেই শেষ করে দেয় ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রচলিত রাস্তায় হামলা করার সাহস ভারতের নেই। কারণ, ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্সের মোকাবিলা করা সম্ভব নয় ভারতের বায়ুসেনার তরফে। সে কারণে জয়সলমীর, পাঠানকোট, পাঞ্জাব পুঞ্চ একাধিক জায়গায় হামাসের স্টাইলে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু তা আকাশেই রুখে দিল ভারতের এয়ার ডিফেন্স। পাকিস্তানের এফ-১৬, জেএফ-১৭ দুই যুদ্ধবিমানও আকাশেই গুঁড়িয়ে দেওয়া হয়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মূলত এস ৪০০, এল ৭০ এয়ার ডিফেন্স দিয়ে রুখে দেওয়া হয় পাকিস্তানের হামলা।
