আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার লোভে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে চেয়েছিল। প্রাণ বাজি রেখে রিল শুট করেছিল তিন বন্ধু। তার জেরে এবার বিপাকে পড়ল তিনজনেই। চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল শুট করার জেরে তিনজনকেই আটক করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। পুলিশ জানিয়েছে, বৌধ জেলার দালুপালি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে রিল শুট করেছিল তিন নাবালক। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। রিলে দেখা গেছে, চলন্ত ট্রেনের তলায় শুয়ে এক নাবালক। তার উপর দিয়ে চলন্ত ট্রেনটি দ্রুত গতিতে ছুটে যায়। সেই দৃশ্যটির ভিডিও করে আরও দুই নাবালক। 

 

রেললাইনের ওপর কীভাবে শুয়ে থাকলে কোনও বিপদ হবে না, তাও ভিডিওতে দুই বন্ধুকে বলতে শোনা গেছে। দুই বন্ধুর কথা মতো সেই রেললাইনের ওপর চোখ বুজে শুয়েছিল এক নাবালক। ট্রেনটি চলে যাওয়ার পর তিনজনেই আনন্দে লাফিয়ে ওঠে। 

 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই তিনজনকে আটক করেছে পুলিশ। এক নাবালক জানিয়েছে, ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তখন ভয়ে বুক ধড়ফড় করছিল তার। অন্যদিকে বাকি দু'জন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইক ও শেয়ার পাওয়ার লোভেই এমন রিল শুট করেছিল। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রেখেছে পুলিশ।