আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের দম্পতি সন্দীপ কশ্যপ ও জেবিকা, উভয়ই ২৮ বছর বয়সী, গত সপ্তাহে জয়পুর রেলওয়ে স্টেশন থেকে এক চার বছর বয়সী শিশুকে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে তাঁরা নিজেদের সন্তানের মতো লালন করার পরিকল্পনা করেছিল।
অপহৃত শিশু শিবম তাঁর মা প্রিয়ঙ্কার সাথে সিওয়ান, বিহারের উদ্দেশ্যে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তখন জেবিকা শিশুটিকে লোভ দেখিয়ে অপহরণ করেন। পুরো ঘটনা স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
মার্চ ১৪ তারিখ সন্ধ্যায় প্রিয়ঙ্কা তাঁর তিন সন্তানকে নিয়ে বাবা-মায়ের বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। শিবমের বাবা-মা, উভয়েই দৈনিক মজুরির শ্রমিক, ১৫ মার্চ সকালে জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জিআরপি’র এসএইচও অরুণ চৌধুরী জানিয়েছেন, "সিসিটিভির সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে।" এরপর পুলিশ মহুয়া, দৌসা জেলা থেকে দম্পতিকে গ্রেপ্তার করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে শিশুটিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
শিশুটি নিরাপদে উদ্ধার হয়েছে এবং অভিযুক্তদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, জেবিকা পূর্বে দুই সন্তানের মা হলেও, তিনি কাশ্যপের সাথে বসবাস করছিলেন এবং তাঁর আগের স্বামীকে ছেড়ে দিয়েছিলেন। এক স্টেরিলাইজেশন প্রক্রিয়ার কারণে তিনি আর সন্তানের জন্ম দিতে সক্ষম নন।
দীর্ঘ আট মাস ধরে এই দম্পতি অপহরণের পরিকল্পনা করে আসছিলেন এবং শিশু অপহরণের জন্য বিভিন্ন রেলওয়ে স্টেশনে গিয়ে রীতিমতো 'গবেষণা' করেন। তাঁদের বাড়ি থেকে শিশুদের পোশাক, খাবার এবং দুধ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দম্পতি শিশুটির নাম "আশীষ" রাখার কথা ভাবছিলেন এবং জেবিকা চাইছিলেন শিশুটি তাঁকে "মা" বলে ডাকুক।
জিআরপি ডিএসপি নরেন্দ্র সিং জানান, অভিযুক্তদের বি এন এস ১৩৭(২) ধারায় শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ করা হয়েছে, দম্পতিটি চিকিৎসার মাধ্যমে সন্তান গ্রহণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল এবং এরপর শিশুটি অপহরণের পরিকল্পনা করে।
