আজকাল ওয়েবডেস্ক: নজর ছিল, বুধবারের দিকে। জল্পনা ছিল মুদ্রানীতি কমিটির সভায় সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। জল্পনা সত্যি হল বুধবারের সকালেই। জানা গেল। ফেব্রুয়ারির পর, ফের এপ্রিলে ঋণনীতিতে রেপো রেট কমাল আরবিআই।
রেপো রেট আদতে কী? রেপো রেট হল সুদের হার, যে হারে মূলত রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয়। ফলে এই রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি গ্রাহকদের কত হারে ঋণ দেবে। ফেব্রুয়ারি মাসেই এই পরিমাণ ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল আরবিআই। এপ্রিল-মে মাসের অর্থনীতিতে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ কমল। ফলে ফেব্রুয়ারির পর যেখানে রেপো রেট ছিল ৬.২৫, তা নেমে হল ৬।
বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্র এই ঘোষণা করেন। তিনি জানান, সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এই রেপো রেট কমায় কীভাবে স্বস্তি মিলবে মধ্যবিত্তের? রেপো রেট-কমায় বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সুদের হার কমবে। ব্যাঙ্ক এবার সুদের হার কমালে হোম লোন-পার্সোনাল লোন, ইএমআই-সহ একাধিক বিষয়ে সুবিধা হতে পারে গ্রাহকদের।
ক্ষমতায় ফেরার পর থেকেই শুল্কনীতি নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চলছে একপ্রকার। প্রায় সব দেশের ওপর চাপানো হয়েছে শুল্ক। এই পরিস্থিতিতে রেপো রেটের হার কমানো উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের।
উল্লেখ্য, ২০২৫-এর ফেব্রুয়ারির আগে রেপো রেট ছিল ৬.৫ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে তা অপরিবর্তিত রয়েছে। ২০২০ সালের মে মাসে কোভিড অতিমারির সময় শেষ বার রেপো রেট কমানো হয়েছিল। টানা ১১ বার রেপো রেট অপরিবর্তিত রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক।
