আজকাল ওয়েবডেস্ক: ভারতে পাওয়া গেল নতুন প্রজাতির একটি মাছ। এটি পাওয়া গিয়েছে ব্রক্ষ্মপুত্র নদী থেকে। এই নতুন প্রজাতির মাছ এর আগে কোথাও দেখা যায়নি। ডিব্রগড়ের একটি নদী থেকে এই মাছের দেখা মিলেছে। এর নতুন নাম হয়েছে পিঠা ডিব্রুঘানিস। 


এমনিতেই নদীর জলে নতুন ধরণের মাছ পাওয়া যায়। তবে সেদিক থেকে দেখতে হলে নতুন এই মাছ অবাক করেছি বিজ্ঞানীদের। এটি দেখতে অনেকটা ইলিশ মাছ বা বড় পুঁটির মতো হলেও এর চরিত্র এদের থেকে আলাদা। সবথেকে মজার কথা হল এটি জল থেকে বের করে নিয়ে আসার অনেক পরেও বেঁচে থাকে। ফলে সেটি এর বিশেষ গুন হিসেবে সামনে এসেছে। 


বহুদিন থেকেই ব্রক্ষ্মপুত্র নদী থেকে নানা ধরণের মাছের সন্ধান করছিলেন গবেষকরা। তারা দেখেন এই ধরণের মাছ যেভাবে জলের গভীর থেকে শুরু করে জলের ওপরে ঘুরছে তাতে তাদের চোখ আটকে যায়। এরপর এই মাছকে জল থেকে বের করে তারা অন্য মাছের সঙ্গে তুলনা করেই তারা দেখতে পারেন এটি তাদের থেকে একেবারে আলাদা। 


এই মাছ কাদা, গভীর জল এবং জলের ওপরে থাকতে পছন্দ করে। সেদিক থেকে দেখতে হলে এই মাছের বিশেষত্ব সকলের নজর কেড়েছে। তবে কীভাবে নদীর অতলে এই মাছের জন্ম হল সেটা নিয়েই এখন গবেষণা চলছে। একে দেখতে ইলিশ মাছের মতো হলেও এটি ইলিশ নয়। অন্যদিকে বড় পুঁটি মাছের মতো হলেও সেখান থেকেও এটি অনেক দূরে রয়েছে। তাই নতুন প্রজাতির এই মাছ চাষের দিকে এবার জোর দিয়েছে সেখানকার সরকার। 


এই মাছকে তারা রান্না করে খেয়ে দেখেছেন এটি খেতে একেবারে অসাধারণ। তাই এর সঠিক পুষ্টিগুন থাকতে পারে বলেই মনে করছেন গবেষকরা। নদীর জলের নিচে এবার শুরু হয়েছে বিবর্তনের ইতিহাস। ফলে সেখান থেকে এমন অনেক মাছ আগামীদিনে পাওয়া যাবে বলেই মনে করছেন গবেষকরা।