আজকাল ওয়েবডেস্ক: সামনেই পুজোর মরসুম। তার আগে অনেকের হাতেই বেশকিছু অতিরিক্ত টাকা আসে। সেই টাকা যদি ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন তবে পেতে পারেন ভাল মুনাফা। বেশ কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ভাল সুদ দিচ্ছে। এখানে বিনিয়োগ করলেই মিলবে ভাল রিটার্ন।
ইউনিটি ব্যাঙ্ক
সাধারণ নাগরিকদের জন্য ৬ মাসের জন্য মিলবে ৮.৫০ শতাংশ হারে সুদ। ৫০১ দিনের জন্য মিলবে ৮.৭৫ শতাংশ হারে সুদ। ১০০১ দিনের জন্য মিলবে ৯ শতাংশ হারে সুদ। ৭০১ দিনের জন্য মিলবে ৮.৭৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনের জন্য ৬ মাসে মিলবে ৯ শতাংশ হারে সুদ। ৫০১ দিনের জন্য মিলবে ৯.২৫ শতাংশ হারে সুদ। ১০০১ দিনের জন্য ৯.৫০ শতাংশ হারে সুদ। ৭০১ দিনের জন্য মিলবে ৯.২৫ শতাংশ হারে সুদ।
নর্থ ইস্ট স্মল ফাইনান্স ব্যাঙ্ক
সাধারণ নাগরিকদের জন্য ৫৪৬ দিনে মিলবে ৯ শতাংশ হারে সুদ। ১১১২ দিনে মিলবে ৮ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনদের জন্য ৫৪৬ দিনে মিলবে ৯.৫০ শতাংশ হারে সুদ। ১১১২ দিনে মিলবে ৮.৫০ শতাংশ হারে সুদ।
সূর্যদয় স্মল ফাইনান্স ব্যাঙ্ক
সাধারণ নাগরিকদের জন্য ২ বছরে মিলবে ৮.৬০ শতাংশ হারে সুদ। ২ বছর ২ দিনে মিলবে ৮.৬৫ শতাংশ হারে সুদ। ২ বছর থেকে তিন বছরে মিলবে ৮.৬০ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনের জন্য ২ বছরে মিলবে ৯.১০ শতাংশ হারে সুদ। ২ বছর ২ দিনে মিলবে ৯.১০ শতাংশ হারে সুদ। ২ বছর থেকে তিন বছরে মিলবে ৯.১০ শতাংশ হারে সুদ।
শিবালিক স্মল ফাইনান্স ব্যাঙ্ক
সাধারণ নাগরিকদের জন্য ২৪ মাসে মিলবে ৮.৫৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেন ২৪ মাসে পাবেন ৯.০৫ শতাংশ হারে সুদ।
ইকুইটি স্মল ফাইনান্স ব্যাঙ্ক
সাধারণ নাগরিকরা এখানে ৪৪৪ দিনে পাবেন ৮.৫০ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৭৭ শতাংশ হারে সুদ।
