আজকাল ওয়েবডেস্ক: টানা তিনবছর ধরে নিখোঁজ। সকলের ধারণা ছিল, তরুণীকে অপহরণ করে খুন করা হয়েছে। শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির তরফে একে অপরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল। অবশেষে সম্প্রতি খোঁজ মিলল তরুণীর। বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে প্রেমিকের ফ্ল্যাট থেকে তাঁকে উদ্ধার করল পুলিশ। 

 

চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ২০১৭ সালে বিনয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কবিতা। ২০২১ সালে তিনি নিখোঁজ হন। বাপের বাড়ির তরফে কবিতার স্বামী সহ শ্বশুর বাড়ির একাধিক সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালে বাপের বাড়ির সদস্যের বিরুদ্ধে কবিতাকে অপহরণ করে খুন করার অভিযোগ দায়ের করেন বিনয়। 

 

দুই তরফে অভিযোগ পেয়েই দীর্ঘদিন ধরে গোটা উত্তরপ্রদেশে তল্লাশি অভিযান চালায় পুলিশ। উত্তরপ্রদেশের গোন্দা থেকে বহুদূরে লখনউয়ে কবিতাকে উদ্ধার করে পুলিশ। তাঁকে আটক করেছে পুলিশ। শীঘ্রই তাঁকে আদালতে পেশ করা হবে। পুলিশি জেরায় কবিতা জানিয়েছেন, গোন্দায় একটি দোকান ছিল প্রেমিকের। সেখানেই তাঁদের আলাপ। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে পরিণতি পায়। দুইজনে আগেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অবশেষে গোন্দা ছেড়ে লখনউয়ে একসঙ্গে থাকতে শুরু করেন।