আজকাল ওয়েবডেস্ক: ট্রেনের মহিলা কামরায় চূড়ান্ত ভিড়। ভিড়ে ঠাসা কামরায় বসার জায়গাও নেই। একটি সিটে তিনজনের পাশে বসার চেষ্টা করছিলেন এক প্রৌঢ়া। কিন্তু ঠেলাঠেলির পরেও ঠিক মতো বসতে পারছিলেন না। কেন এত কষ্টের পরেও বসার জায়গা মিলল না! তাতেই চটে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে সহযাত্রীদের দিকে রেগেমেগে তেড়ে যান। 

 

তিন মহিলা সহযাত্রীরকে চরম হেনস্থা করেন ওই প্রৌঢ়া। বসার জায়গা নিয়ে ঝামেলার কারণে তিনজনকেই কিল, চড়, ঘুষি মারেন তিনি। উল্টোদিকের সিটে বসে থাকা আরও এক সহযাত্রী সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। যা নিমেষের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। 

 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হলুদ রঙের সালোয়ার কামিজ পরা এক মহিলা একটি সিটে কোনও মতে ঠেলাঠেলি করে বসার চেষ্টা করছেন। আগে থেকেই যারা বসেছিলেন, তাঁরা খানিকটা সরে গেলেও ঠিক মতো বসতে পারছিলেন না ওই প্রৌঢ়া। তখনই তাঁকে উঠে যেতে বলেন বাকিরা। এরপরিই পাশে বসে থাকা এক তরুণীর চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করেন ওই প্রৌঢ়া। 

 

মারধর করতে করতে প্রৌঢ়া এক তরুণীকে হুমকি দেন, 'তোকে মাটিতে ছুড়ে ফেলে দেব।' শুধু ওই তরুণীই নন, কামরায় আরও একাধিক সহযাত্রীকে চড়, কিল, ঘুষি মেরে হেনস্থা করেন ওই প্রৌঢ়া। ঘটনাটি কোথায় ঘটেছে, তা এখনও জানা যায়নি। ভারতীয় রেলের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। 

 

?ref_src=twsrc%5Etfw">October 26, 2025

আরও পড়ুন: 'ওঁর বাবা আমায় ধর্ষণ করেছিল', দাবি অভিযুক্তের স্ত্রীর, দিল্লি ইউনিভার্সিটির ছাত্রীর ওপর অ্যাসিড হামলা কাণ্ডে নাটকীয় মোড়

 

প্রসঙ্গত, কথা কাটাকাটি থেকে সামান্য হাতাহাতি, ব্যস্ত সময়ের ভিড় ট্রেনের কামরায় এ নিত্যদিনের ঘটনা। তবে কখনও কখনও যাত্রীরা এমন মারপিট করেন, যা আশেপাশের সকলে চমকে তো দেয়ই, এমনকী নেটিজেনরাও দেখে অবাক হয়ে যান। কোনও কিছুই আজকাল আর এক শহরের মধ্যে আবদ্ধ থাকে না। ভিড় কামরায় সেই হাতাহাতির মুহূর্ত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে লোকাল ট্রেনেল তুমুল বচসা থেকে হাতাহাতির আরও একটি ভিডিও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে থেকে ভাসি যাওয়ার লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে সিট নিয়ে ঝামেলা হয়েছিল দুই যাত্রীর। বচসা ক্রমেই এমন পর্যায়ে পৌঁছয়, দুই যাত্রী তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 

 

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টা নাগাদ। জানা গেছে, লোকাল ট্রেনে উঠেই জানলার ধারের সিট নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে অপরকে চড়, কিল, ঘুষি, থাপ্পড় মারতেও পিছপা হননি কেউ। মারতে মারতে তাঁরা দরজার কাছেও পৌঁছে যান। 

 

প্রথমে বিষয়টিতে সহযাত্রীরা বিশেষ গুরুত্ব দেননি। ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সকলেই ওই দুই যাত্রীকে থামানোর চেষ্টা করেন। কয়েকজন ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই ওই দুই যাত্রী ট্রেন থেকে ভিন্ন ভিন্ন স্টেশনে নেমে পড়েন। 

 

লোকাল ট্রেনে দুই হাতাহাতির ঘটনা নতুন নয়। এবারেও ভিডিওটি দেখে সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'নিত্যদিন ঝামেলা করতে ক্লান্ত লাগে না! একদিন পছন্দের সিটে বসতে না পারলে কী এমন ক্ষতি হয়?' আরেকজন লিখেছেন, 'যেন স্কুলের বাচ্চা। বাচ্চারা যেমন ঝগড়া করে, বয়স হয়ে যাওয়ার পরেও তেমন আচরণ করছেন এরা।'