আজকাল ওয়েবডেস্ক: যাদের ফোনে গুগল ক্রোম রয়েছে তাদের এবার সমস্যা শুরু হবে। ৫ আগস্ট থেকে তারা নিজেদের ফোনে আর গুগল ক্রোম দেখতে পারবেন না। কথাটা অবাক বলে মনে হলেও এমনটাই ঘটতে চলেছে। 


জানা গিয়েছে গুগল তার ক্রোম নিয়ে বিশেষ কাজ করছে। ফলে সেখান থেকে তারা ক্রোমকি বিশেষভাবে আপডেট করবে। সেখানে নিরাপত্তার বেশ কয়েকটি দিক থাকবে। এরফলে প্রায় ৩০০ মিলিয়ন অ্যানড্রয়েড ফোন থেকে আর গুগল ক্রোমকে ব্যবহার করা যাবে না। 


গুগলের এক কর্তা জানিয়েছেন ক্রোম ১৩৮ তারা শেষবার তৈরি করছিলেন। এটি সহজে চলত অ্যানড্রয়েড ৮ এবং ৯-তে। তবে এবার তারা ক্রোম ১৩৯ আনছেন। ফলে সেখান থেকে এই ধরণের ডিভাইসে ক্রোম চালানো যাবে না। তবে অ্যানড্রয়েড ১০ যদি কারও কাছে থাকে তাহলে সেখানে অতি সহজেই নতুন গুগল ক্রোমকে আপনি ব্যবহার করতে পারবেন। সেখানে বেশি সমস্যা হবে না।


তবে বিষয়টি নিয়ে এখনও ভাবছে গুগল। তারা মনে করছে যদি এই কাজটি করা হয় তাহলে বহু গ্রাহক সমস্যায় পড়বেন। তবে দ্রুত নতুন সিস্টেমের সঙ্গে নিজেকে তৈরি করতে হলে এই কাজটি করতেই হবে। সেখানে অন্য কোনও বিকল্প ব্যবস্থা নেই।


গুগল জানিয়ে দিয়েছে এই কাজটি করার আগে তারা প্রতিটি ফোনে একটি করে নোটিফিকেশন পাঠাবে। ফলে সেখান থেকে তারা সেই দিকটি খতিয়ে দেখবে। তবে এই কাজটি তারা করবেই।


নিজের ফোনে নতুন গুগল ক্রোম কাজ করবে কিনা সেটি খতিয়ে দেখতে পারেন। আপনাকে প্রথমে নিজের ফোনের সেটিংসে যেতে হবে। সেখান থেকে নিজের ফোনের ভার্সনটি দেখতে হবে। এরপর নিজের ফোনের অ্যানড্রয়েড সিকিউরিটি আপডেট করতে হবে এব একটি নতুন নম্বর দিতে হবে।