আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার এক নৌকা-পার্টি থেকে শেয়ার হওয়া এক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটিতে দেখা যায় ইনফ্লুয়েন্সার সারা নিজের স্তন্য দুগ্ধ পাম্প করে বোতলে ভরছেন এবং সেটি শুধু নিজেই পান করছেন না, বরং নৌকায় উপস্থিত বন্ধুদেরও অফার করছেন। ঘটনাটি ঘিরে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সারা স্তনের দুধ বের করার জন্য একটি পাম্প ব্যবহার করেন এবং তারপর সেই দুধ হাতে নিয়ে মজা করে বন্ধুদের বলেন, সত্যিকারের বন্ধু হলে তারা অবশ্যই সদ্য পাম্প করা দুধ চেষ্টা করবে। এরপর তিনি দুধ ভর্তি বোতলটি একে একে বন্ধুদের হাতে বাড়িয়ে দেন। কয়েকজন মহিলা বন্ধু কৌতূহলবশত দুধ চেখে দেখেন, কেউ আবার হেসে তা প্রত্যাখ্যান করেন। একজন পুরুষ বন্ধু দুধ খেতে অস্বীকার করে কেবল হেসে চলে যান। এমনকি নৌকায় উপস্থিত এক ছোট ছেলেকেও অফার করা হয়েছিল, তবে সেও তা গ্রহণ করেনি। যাঁরা চেষ্টা করেছিলেন তাঁদের অনেকে দুধ চেখে নিয়ে সঙ্গে সঙ্গে ক্যানজাত পানীয় পান করতে শুরু করেন।
সারা এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন গত ১৬ ডিসেম্বর। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যে ২৫ হাজারের বেশি লাইক পড়ে। অনেক নেটিজেন মজা করে মন্তব্য করেন যে, এ ধরনের বন্ধুই আসল বন্ধু। কেউ লিখেছেন, “এই ভিডিও দারুণ, সবাইকে এমন বন্ধু দরকার।” কেউ আবার বলেছেন, “এটা আসলেই এক ধরনের ভাইব।”
বিশেষ করে অনেক মা মন্তব্যে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, তিনি নিজের বুকের দুধ খেয়ে অবাক হয়েছিলেন, কারণ গরুর দুধ খেতে না পারলেও নিজের দুধ সহজেই পান করতে পারেন। আরেকজন বলেন, তিনি নিজের দুধ খেয়েছিলেন এবং সেটি বেশ মিষ্টি লেগেছিল।
তবে সবাই যে ঘটনাটি ভালোভাবে নিয়েছেন তা নয়। অনেকেই এই প্রবণতাকে অস্বাভাবিক ও অরুচিকর বলে মনে করেছেন। আবার অনেকের মতে এটি নিছকই এক ধরনের পরীক্ষা-নিরীক্ষা এবং পার্টির আনন্দের অংশ। সব মিলিয়ে সারার এই দুধ-পার্টি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
