আজকাল ওয়েবডেস্ক: প্লাস্টিক মানেই হল একটি ফেলে দেওয়ার বিষয়। তাকে দিয়ে আর কোনও কাজ সহজে হয় বলে কেউ জানে না। তবে এখানেই সামনে আসছে একটি যুগান্তকারী আবিষ্কার। সেখানে দেখা গিয়েছে এক ধরণের ব্যাকটেরিয়া রয়েছে যাকে ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হতে পারে ওষুধ।
গবেষকরা সম্প্রতি ই কোলাই নামের ব্যাকটেরিয়াকে একটি বিরাট কাজে ব্যবহার করেছেন। তারা এই ব্যাকটেরিয়াকে দিয়ে প্লাস্টিক বোতলে নিয়ে গিয়েছেন। এরপর সেখান থেকে তারা প্যারাসিটামল যা জ্বরের অন্যতম ওষুধ বলে পরিচিত সেটা তৈরি করেছেন। যদিও গোটা বিষয়টি ল্যাবরেটরিতে করা হয়েছে। তাও এবিষয়ে সকলকে চমকে দিয়েছে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কাজটি করে দেখিয়েছেন। তারা জানিয়েছেন এই প্রথম তারা প্রযুক্তির সাহায্যে কেমিস্ট্রিকে বায়োলজির সঙ্গে যুক্ত করেছেন। ফলে সেখান থেকে তারা ই কোলাই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে প্লাস্টিকের বোতল থেকে পেইনকিলার তৈরি করতে সক্ষম হয়েছেন।
নেচার পত্রিকাতে প্রকাশিত এই খবরে গোটা বিশ্বে হৈচৈ পড়ে গিয়েছে। সেখান থেকে দেখা গিয়েছে যেভাবে এই কাজটি তারা করেছেন তাতে এটি চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে বিরাট পদক্ষেপ হতে পারে। পৃথিবীতে বহু প্লাস্টিকের বোতলকে কাজের পর ফেলে দেওয়া হয়। তবে সেখান থেকে এই ধরণের ওষুধ তৈরির কাজ এই প্রথম হল। অন্যদিকে ই কোলাইয়ের মতো মারণ ব্যাকটেরিয়াকে যেভাবে তার শক্তি দিয়েই ওষুধ তৈরির কাজটি করানো হয়েছে তাতে সকলেই অবাক হয়েছে। ফলে এবার থেকে ফেলে দেওয়া প্লাস্টিক যে মানুষের উপকারে লাগতে পারে সেটাই সামনে এসে গিয়েছে।
গবেষকরা দাবি করেছেন ই কোলাই দিয়ে তারা ২৪ ঘন্টার মধ্যেই ওষুধ তৈরি করতে পারছেন। ফলে সেখান থেকে তারা এবার এই কাজটি নিয়ে আরও গবেষণা করতে চান। যদি সঠিকভাবে কাজে লাগে তাহলে এটি আগামীদিনে প্লাস্টিক নিরোধ করতে যুগান্তকারী একটি পদক্ষেপ হিসেবে কাজে লাগতে পারে।
