আজকাল ওয়েবডেস্ক: সোমবারের দুপুরের পর, বুধবারের দুপুর। তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘন্টা। আর এই ৪৮ ঘন্টা একপ্রকার সরকার ছাড়া পদ্মাপাড়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে মঙ্গলবার দফায় দফায় বৈঠক বসেছে সে দেশে। ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ। তার পর থেকেই স্বাভাবিক ভাবেই সে দেশে আর কোনও মন্ত্রিসভা নেই। পড়ুয়াদের দাবি মেনে মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও মেনে নেওয়া হয়েছে। কিন্তু বাকি সদস্যদের নাম, সম্পূর্ণ সরকার এখনও তৈরি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবউদ্দিন, তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-সহ সংশ্লিষ্টদের তিন ঘণ্টার বৈঠকে মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে। অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে থাকলেও, পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত সে দেশ কার্যত সরকার-হীন।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বুধবার পদত্যাগ করেছেন বলে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। সকাল থেকে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।
অন্যদিকে হাসিনার দেশত্যাগে একের পর এক ভাল খবর আসছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য। হাসিনার পদত্যাগের পর বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন খালেদা জিয়া। বুধবারেই জানা গিয়েছে, খালেদা জিয়ার পাসপোর্টও মিলেছে। অর্থাৎ তাঁর আর বিদেশে যাওয়ায় বাধা রইল না। চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারেন বলেও জল্পনা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে মঙ্গলবার দফায় দফায় বৈঠক বসেছে সে দেশে। ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ। তার পর থেকেই স্বাভাবিক ভাবেই সে দেশে আর কোনও মন্ত্রিসভা নেই। পড়ুয়াদের দাবি মেনে মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও মেনে নেওয়া হয়েছে। কিন্তু বাকি সদস্যদের নাম, সম্পূর্ণ সরকার এখনও তৈরি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবউদ্দিন, তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-সহ সংশ্লিষ্টদের তিন ঘণ্টার বৈঠকে মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে। অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে থাকলেও, পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত সে দেশ কার্যত সরকার-হীন।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বুধবার পদত্যাগ করেছেন বলে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। সকাল থেকে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।
অন্যদিকে হাসিনার দেশত্যাগে একের পর এক ভাল খবর আসছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য। হাসিনার পদত্যাগের পর বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন খালেদা জিয়া। বুধবারেই জানা গিয়েছে, খালেদা জিয়ার পাসপোর্টও মিলেছে। অর্থাৎ তাঁর আর বিদেশে যাওয়ায় বাধা রইল না। চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারেন বলেও জল্পনা।
