আজকাল ওয়েবডেস্ক: ইরানের পাল্টা হামলায় তছনছ জেরুজালেম এবং তেল আভিভ। শুক্রবার মাঝরাত থেকে ইজরায়েলের এই দুই বড় শহরে টানা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জানা গিয়েছে, লং  রেঞ্জ মিসাইল দিয়ে ইজরায়েলে হামলা চালায় ইরান। ইজরায়েলি পুলিশ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, 'অপারেশন ট্রু প্রমিস' নামে পরিচিত ইরানের হামলায় এক ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩৪ জন আহত হয়েছেন।

ইজরায়েল তাদের বহুদিনের পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছিল ইরান আক্রমণ করে। শুক্রবার ভোররাতে ইরানের সরকারি ঘাঁটি, পরমাণু ঘাঁটি-সহ দেশের একাধিক জায়গায় হামলা চালায় ইজরায়েল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দু'বার ইরান আক্রমণ করার পর শুক্রবার মাঝরাত থেকে পাল্টা হামলা চালায় ইরান।

জেরুজালেমের ওপর, বিশেষ করে তেল আভিভে আছড়ে পড়ে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। জানা গিয়েছে, এর আগে ইজরায়েল লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় ইরানিয়ান সেনা। কিন্তু ইজরায়েলি এয়ার ডিফেন্স সেই হামলা প্রতিহত করলেও মাঝরাতে মিসাইল হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে।

একাধিক ছবিতে দেখা গিয়েছে, তেল আভিভে বিস্ফোরণ হয়েছে। ইরান রেভলিউশনারি গার্ডের তরফে জানানো হয়েছে, ইজরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়। অন্যদিকে, ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, কিছু মিসাইল প্রতিহত করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তবে রাতভর ইরানের হামলার জেরে ঘরছাড়া হতে হয় তেল আভিভের সাধারণ মানুষকে।

মিসাইল হামলা থেকে বাঁচতে ঘর ছেড়ে মাটির নিচে নিরাপদ আশ্রয়ে চলে যান অনেকেই। হামলার জের কমলে ইজরায়েল সেনার তরফে স্থানীয়দের জানানো হয়, তারা নিরাপদ আশ্রয় ছেড়ে বেরোতে পারলেও সেনার কাছাকাছি থাকতে হবে। ফের যখন তখন হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইজরায়েল হামলার পর ইরানের শীর্ষ নেতা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন।

বলেছিলেন, ‘‌এই কাজ যারা করল, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনল। এর বদলা নেওয়া হবে।' হামলার বিষয় নিশ্চিত করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস।