আজকাল ওয়েবডেস্ক: একটি বহুতল থেকে কাতারে কাতার মানুষ দৌড় বেরিয়ে আসছেন। কারও হাতে মনিটর, কারও হাতে কিবোর্ড তো কারও হাতে সিসিটিভি ক্যামেরা। এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল পাকিস্তানের ইসলামাবাদ। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-র অভিযান পরিণত হল বিনামূল্যের জিনিস লুটপাটের উৎসবে। 

ইসলামাবাদের একটি ভুয়ো কলসেন্টারে অভিযান চালিয়েছিল এফআইএ।  সে দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, চীনা সংস্থার দ্বারা পরিচালিত কল সেন্টারটিতে প্রতারণামূলক কার্যকলাপ চালানো হত। অবৈধভাবে কেন্দ্রটি পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এফআইএ কর্তৃপক্ষ যখন অফিসটিতে প্রবেশ করেন তখন স্থানীয় যুবকরাও কল সেন্টারটিতে ঢুকে পড়েন। তাঁরা যা কিছু বহন করতে পারেন- কম্পিউটার, মনিটর এবং পাওয়ার এক্সটেনশন-সহ অন্যান্য জিনিসপত্র সেখান থেকে নিয়ে পালিয়ে যান। 

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, জওয়ান থেকে বুড়ো সকলেই দৌড়তে দৌড়তে একটি বহুতল থেকে বেরিয়ে আসছেন। কারও হাতে ল্যাপটপ, ডেস্কটপ, কিবোর্ড ইত্যাদি। যে যা পেরেছেন লুট করেছেন। এমনকি আসবাব থেকে শুরু করে থালাবাসন পর্যন্ত লুট করে হয়েছে। 

?ref_src=twsrc%5Etfw">March 17, 2025

ভাইরাল ভিডিওতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ''পাকিস্তান এমন একটি দেশ যেখানে নতুন ব্যবসা খুলে বসা ক্রিপ্টোতে বিনিয়োগ করার চেয়েও বিপজ্জনক।'' অন্য একজন লিখেছেন, ''মনে হচ্ছে কল সেন্টারটিকে দানছত্র ভেবে নিয়েছেন সকলে। ল্যাপটপ থেকে শুরু করে প্লেট কিছু বাদ গেল না।'' একজন লিখেছেন, ''চীন পাকিস্তানকে লুটে নিচ্ছে। পাকিস্তানিরা চীনের কয়েকটি কম্পিউটার এবং কিবোর্ড লুট করেছে।''

প্রতিবেদন অনুসারে, প্রতারণামূলক কার্যকলাপ পরিচালনা এবং বিশ্বজুড়ে মানুষকে প্রতারণা করার অভিযোগে তদন্তের আওতায় আসার পর কল সেন্টারটিতে অভিযান চালানো হয়। কিছু চীনা নাগরিক সহ একদল বিদেশী এখানে এই চক্র পরিচালনার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় বিদেশী-সহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালাতেও সক্ষম হন।