আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সমনে একটি বিরাট সমস্যা হল প্লাস্টিক। একে সামনে রেখে প্রতিটি দেশে নিজেদের মতো করে এই বিনাশ থেকে বের হওয়ার উপায় খুঁজছে।
নিত্যদিনের প্রতিটি সময় প্লাস্টিক ছাড়া আমাদের গতি নেই। খাবারের বাক্স থেকে শুরু করে জলের বোতল। সর্বত্রই প্লাস্টিকের ব্যবহার করা ছাড়া কেউ চলতে পারে না। তবে পরিবেশের উপর প্লাস্টিকের যে বিরাট ক্ষতিকর প্রভাব রয়েছে তাকে সামনে রেখে এর ব্যবহার কমানোর দিকেই জোর দিয়েছে সকলেই। বেশিরভাগ প্লাস্টিক সহজে নষ্ট করা যায় না। সেখানে তাদের জন্য এবার তৈরি হল বিকল্প ভাবনা।
সম্প্রতি কোরিয়ার একদল বিশেষজ্ঞ এবিষয়ে জোর গবেষণা শুরু করেছেন। তারা এমন এক ধরণের ব্যাকটেরিয়া তৈরি করার চেষ্টা করছেন যেখান থেকে প্লাস্টিকের বিনাশ হওয়া সম্ভব হবে। এই নতুন ব্যাকটেরিয়ার বাম ই কোলি ব্যাকটেরিয়া। এটি প্লাস্টিকের একেবারে যমের মতো কাজ করবে।
এই ব্যাকটেরিয়ার উপর এখনও পর্যবেক্ষণ চলছে। তবে মনে করা হচ্ছে দ্রুত এই বিষয়ে সমাধান মিলবে। তারপর এই ব্যাকটেরিয়াকে প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। যেকোনও ধরণের প্লাস্টিক অতি সহজেই নষ্ট করতে পারবে এই ব্যাকটেরিয়া। ফলে একে নিয়ে রীতিমতো আশাবাদী হয়েছেন গবেষকরা।
প্লাস্টিক যেভাবে তৈরি হয় তাতে সেখান থেকে এই ব্যাকটেরিয়া একে অতি সহজেই নষ্ট করতে পারবে। এই ব্যাকটেরিয়ার প্রধান খাদ্য হিসেবে রয়েছে প্লাস্টিক। সেজন্য একে প্লাস্টিকের মধ্যে দিলেই অতি সহজে এটি প্লাস্টিক ধ্বংসের কাজে নেমে পড়বে। গবেষণাগারে এই কাজটি এখন পরীক্ষার দিকে রয়েছে। তবে দ্রুত এর সবুজ সঙ্কেত মিললেই সেটি ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।
প্লাস্টিক মাটি এবং জলের নষ্ট হয় না। সেদিক থেকে দেখলে এই ব্যাকটেরিয়া নিজেকে জল এবং মাটির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। জলের মধ্যে বা মাটিতে এটি কাজ করবে না। তবে হাতের কাছে যদি প্লাস্টিক পায় তাহলে এটি আহ্লাদে আটখানা হয়ে যাবে। তখন মনের আনন্দে নিজের প্রিয় খাবারের উপর ঝাঁপিয়ে পড়বে এটি। ফলে একেবারে প্লাস্টিক চলে যাবে ব্যাকটেরিয়ার পেটে।
