আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে অন্যতম ধনী শহর দুবাই। সারা পৃথিবী থেকেই বহু মানুষ জীবনে একবার হলেও দুবাইয়ের জীবন চাক্ষুষ করার চেষ্টা করেন। আভিজাত্য, বিলাসিতা ও কারুশিল্পে অনন্য এই শহর আবারও ছুঁয়ে ফেলল নতুন এক রেকর্ড।

বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক সকলের সামনে এনে ফ্যাশনের জগতে ইতিহাস সৃষ্টি করেছে দুবাই। এই পোশাকটির ছবি সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ২৪ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে তৈরি এই পোশাকটির ওজন ১০.৫ কিলো।

শুধু সোনা নয়, এই পোশাকে জড়ানো রয়েছে অসংখ্য হীরে, রুবি, পান্না ও অন্যান্য মূল্যবান রত্ন যা গুনেও হয়তো শেষ করা যাবে না। এই কম্বিনেশন পোশাকটিকে করে তুলেছে চোখ ধাঁধানো এবং অনন্য।

সৌদি আরবের প্রখ্যাত স্বর্ণ ও গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল রোমাইজান গোল্ড এই সোনার পোশাকটি তৈরি করেছে। পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘দুবাই ড্রেস’। এই পোশাকটিতে রয়েছে চারটি প্রধান অংশ।

আরও পড়ুন: ভারতের আলোর উদযাপনে চাপে পড়ে গেল লাহোর, এক রাতেই যা হয়ে গেল পাক-শহরে

একদম ওপরে রয়েছে সোনার টিয়ারা, তারপর নেকলেস, দুল এবং কোমরের অলঙ্কার ‘হিয়ার’। টিয়ারার ওজন ৩৯৮ গ্রাম, নেকলেসের ওজন ৮,৮১০.৬০ গ্রাম, দুলের ১৩৪.১ গ্রাম এবং কোমরের অলঙ্কারের ওজন ৭৩৮.৫ গ্রাম।

যেরকম দেখতে, সেরকমই সম্পূর্ণ এই সোনার পোশাকের মূল্য শুনলে চমকে যাবেন অনেকেই। এই পোশাকের আনুমানিক মূল্য ১০,৮৮,০০০ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯.৫ কোটি টাকার সমান।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Guinness World Records (@guinnessworldrecords)