আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকটি ঘটনায় সরকারি হাসপাতালের সুরক্ষা নিয়ে নানা চর্চা চলছে। সতর্ক রাজ্য সরকার। শনিবার সমস্ত সরকারি হাসপাতালের সুপার, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সব জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে হয় ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন মুখ্যসচিব মনোজ পন্থ। এরপরই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। একাধিক বিষয়ে পরামর্শ দেন মমতা ব্যানার্জি। জোর দেওয়া হয়েছে হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ, নির্দিষ্ট পোশাক, ডিউটি রস্টারের দিকে। এছাড়া কর্মী নিয়োগের আগে তাঁদের অতীত কাজের রেকর্ড খুঁটিয়ে দেখার ক্ষেত্রে জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

কী কী পরামর্শ-নির্দেশ দিলেন মমতা ব্যানার্জি?

- এবার থেকে হাসপাতালে কর্মী নিয়োগের আগে তাঁর অতীত কাজের রেকর্ড খতিয়ে দেখতে হবে। 
- কর্মীদের নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম পরতে হবে। 
- ভিজিটিং আওয়ার্সে নির্দিষ্ট নিয়ম মেনে রোগীকে দেখতে লোক ঢুকবে।
- ডিউটি রস্টারে নজর রাখতে হবে। কে, কখন হাসপাতালে আসছেন, যাচ্ছেন, তা ডিউটি রস্টার দেখেই স্পষ্ট হবে। ফলে কোনও অপরাধ সংঘটিত হলে, তদন্তে সুবিধা হবে। 
- কর্মী নিয়োগের পর তাঁদের প্রশিক্ষণ দেওয়ায় বিষয়ে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
- হাসপাতালগুলিতে পর্যাপ্ত আলো, সিসিটিভি রাখতে হবে। কোনও সিসিটিভি খারাপ হলে তা তৎক্ষণাৎ বদলে দিতে হবে।
- পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থাপনার বন্দোবস্ত করতে হবে।
- হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল হলে তা সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্ব।
- হাসপাতালের নম্বর আলাদা করে রাখা হবে‌। যাতে কল এলে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিতে পারে।

ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোন রকম খামতি রাখা যাবে না। এছাড়াও মমতার পরামর্শ, হাসপাতালগুলিতে যাতে কাজে কোনও ধরনের ব্যাঘাত না ঘটে সেইদিকে নজর পাখতে হবে। তাঁর কথায়, "কোনো উন্নয়ন মূলক কাজ যেন বন্ধ না হয়।"

উল্লেখ্য, এসএসকেএম এবং উলুবেড়িয়ার হাসপাতালে নাবালিকাকে ধর্ষণ থেকে নার্সকে হুমকি, মারধরের মতো একাধিক অভিযোগে সরগরম  রাজ্য। দিন কয়েক আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের গুঞ্জন ঘিরেও বেশ শোরগোল পড়েছিল। পরে অবশ্য জানা যায়, তা গণধর্ষণ নয়, ধর্ষণের ঘটনা। এসবের পর ফের রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়।  

আরও পড়ুন- আদানির সংস্থায় ৩২ হাজার কোটি বিনিয়োগের খবর ভুয়ো, দাবি এলআইসি-র, কেন্দ্রীয় সংস্থাকে পাল্টা তোপ মহুয়া মৈত্রের