আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর দপ্তরের নাম ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ উঠল৷ এই ঘটনায় বছর ঊনপঞ্চাশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ ধৃতের নাম সৌরভ চ্যাটার্জি৷ লালবাজার সূত্র খবর, সৌরভ নিউটাউনের টেকনো সিটি থানা এলাকার এক বড় আবাসনের বাসিন্দা৷ সেখানকার একটি টাওয়ারের ২৪ তলার একটি ফ্ল্যাটে তিনি থাকেন৷ ওই ফ্ল্যাট থেকেই সৌরভকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে৷
পুলিশে সূত্র জানা গিয়েছে যে, সৌরভ বিভিন্ন জায়গায় নিজেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের উর্দ্ধতন আধিকারিক হিসেবে পরিচয় দিতেন৷ রাজ্য সরকারের লোগো ও প্রতীক নিজের ব্যাক্তিগত গাড়িতে ব্যবহার করতেন৷ চাকরির প্রলোভন দেখিয়ে কিংবা বিভিন্ন প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে তিনি টাকা তুলতেন বলে অভিযোগ।
আগেও সৌরভের নামে প্রতারণার অভিযোগ ছিল। সেই সূত্রেই কয়েক বছর আগে তাঁকে গ্রেফতারও হয়েছিল। তবে জামিনে ছাড়া পেয়েও নিজেকে সংশোধন করেননি তিনি। ফের একই কায়দায় প্রতারণা শুরু করেন।
এভাবে চলতে চলতে কলকাতা পুলিশের কাছে অভিযোগ আসতে শুরু করে৷ তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার থানা৷ তারপর সৌরভের বিরুদ্ধে নানা প্রমাণ জোগাড় হয়৷ তার মধ্য়ে জালিয়াতি, হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে৷ এর পরই এ দিন রাতে নিউটাউনে সৌরভের ফ্ল্যাটে হানা দেয় কলকাতা পুলিশ৷ সেখান থেকে সৌরভকে গ্রেফতার করা হয়৷
পাশাপাশি ফ্ল্যাটে তল্লাশিও চালানো হয়৷ সেই তল্লাশিতে বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক, সোনার ও রূপোর কয়েন, সোনার গয়না ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয়৷ উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে, ১২টি মোবাইল ফোন, ৪০টি রুপোর কয়েন, ১৪টি ১০ গ্রামের সোনার কয়েন এবং নগদ সাত লক্ষ ২৫ হাজার নগদ টাকা। এছাড়াও মিলেছে নয়'টি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের চেকবই, বেশ কিছু সন্দেহজনক নথি।
পুলিশ ইতিমধ্যেই ধৃত সৌরভের ব্যবহৃত মোবাইল ফোন ও নথিপত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। এছাড়া, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেনের খোঁজও শুরু হয়েছে।
