আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা বইমেলার ঢাকে কাঠি পড়ে গেল। আগামী বছরের ২২ জানুয়ারি শুরু হবে কলকাতা বইমেলা। কলকাতার এক হোটেলে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানানো হল ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি। সেদিনই মেলার উদ্বোধন। বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি অবধি। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই হবে বইমেলা। এই প্রথম থিম কান্ট্রি আর্জেন্টিনা। প্রসঙ্গত, এবারও মেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন।


আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সম্ভবত বইমেলার পরেই ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। এই পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে। এছাড়াও ছিলেন কলকাতার আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধি–সহ বিশিষ্টজনরা। সকলের সামনে বইমেলার লোগো উদ্বোধন হল সোমবার। এছাড়াও জানানো হয় এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা। 


এটা ঘটনা, বাংলা বলতে আমরা বুঝি ফুটবল। আর সেই ফুটবল মানেই দিয়েগো মারাদোনা। তিনি আর নেই। কিন্তু স্মৃতি রেখে গিয়েছেন। নিজেই কলকাতায় এসেছিলেন। সেই কথাই এদিন উঠে এল গিল্ডের কর্তাদের কথায়। 

গিল্ডের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের বইমেলায় অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড, এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। এছাড়াও থাকবে দেশের বিভিন্ন প্রদেশের বহু প্রকাশনা সংস্থা। 


এদিকে, ২০২৭ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষ। ৫০তম বছরে বিশেষ পরিকল্পনা রয়েছে গিল্ডের। তার মধ্যে অন্যতম হল বইমেলার প্রথম কুড়ি বছরে (১৯৭৬–১৯৯৬) তোলা ছবি প্রদর্শনী এবং প্রতিযোগিতা।