আজকাল ওয়েবডেস্ক: আজ থেকে শুরু ছট পুজো। চলবে সোমবার পর্যন্ত। ছট পুজো উপলক্ষে এবার মেট্রো পরিষেবায় কাটছাঁট। সোমবার দু'টি লাইনে মেট্রো পরিষেবায় বদল রয়েছে। বহু মেট্রো চলাচল করবে না সপ্তাহের প্রথম দিন। বদল করা হয়েছে মেট্রোর সময়ও। যাত্রীদের সুবিধার্থে শনিবারেই মেট্রো পরিষেবা নিয়ে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
একটি বিবৃতি প্রকাশ করে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী সোমবার ছটপুজোর দিন ব্লু লাইন ও গ্রিন লাইনে কম মেট্রো চলাচল করবে। সাধারণত ব্লু লাইনে ২৭২টি মেট্রো চলাচল করে। সোমবার আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৩৬টি মেট্রো। অন্যদিকে গ্রিন লাইনে ২২৬টি মেট্রো চলাচল করে। সোমবার ১৮৬টি মেট্রো চলাচল করবে গ্রিন লাইনে। ৯৩টি আপ লাইনে, ৯৩টি ডাউনে।
ব্লু লাইনে মেট্রো পরিষেবা:
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ছটপুজোর দিন ব্লু লাইনে প্রথম মেট্রো ও শেষ মেট্রোর সময়সূচির কোনও পরিবর্তন হচ্ছে না। সোমবার নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। সকাল ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। সোমবার মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে ৬টা বেজে ৫৫ মিনিটে।
অন্যদিকে সোমবার রাত ৯টা বেজে ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে। রাত ৯টা বেজে ২৮ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ওইদিন। রাত ৯টা বেজে ৪৩ মিনিটে ছাড়বে শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো।
গ্রিন লাইনে মেট্রো পরিষেবা:
কলকাতা মেট্রোর তরফে আরও জানিয়েছে, সোমবার
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৬টায়। সকাল ৬টা ৩২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ছাড়বে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো। অন্যান্য দিন যা ছাড়ে ৬টা ৩৯ মিনিটে। অর্থাৎ এ দিন সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো আগেভাগেই পাওয়া যাবে।
রাত ৯টা বেজে ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে। ৯টা বেজে ৪৭ মিনিটে ছাড়বে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, ছটপুজো উপলক্ষে সোমবার অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন ও পার্পল লাইনে অন্য দিনের মতোই থাকবে পরিষেবা। কোনও পরিবর্তন হবে না।
