আজকাল ওয়েবডেস্ক: এবার ফিল্মি কায়দায় শহর কলকাতায় ডেটিং অ্যাপ প্রতারণা চক্র। মূলত কলকাতার মিন্টো পার্ক এলাকায় গড়ে উঠেছিল এই প্রতারণা চক্র। ডেটিং অ্যাপের আড়ালে চলছিল টোপ ফেলে টাকা হাতানোর অত্যাধুনিক কৌশলী কারবার। অবশেষে কলকাতা পুলিশের তৎপরতায় ধরা পরল সেই চক্রের মূল পাণ্ডারা।

 

পুলিশ সূত্রে খবর, এই চক্রের মোট ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ১৬ জনই মহিলা। পুলিশ জানিয়েছে, তারা এক জনপ্রিয় ডেটিং অ্যাপের নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত এবং তৈরি করত গভীর সম্পর্ক। প্রেম বা সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নানা অজুহাতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত তারা।

 

পুলিশ সূত্রে আরও খবর, ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, ব্যাঙ্ক পাসবই, রেজিস্টার, এবং প্রস্তুত করা স্ক্রিপ্ট উদ্ধার হয়েছে। ওই স্ক্রিপ্ট গুলিতে কীভাবে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলতে হবে, কীভাবে আবেগে ফেলে অর্থ আদায় করতে হবে— সেই নির্দেশনাই ছিল বিস্তারিতভাবে লেখা।

 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই চক্রটি অত্যন্ত সংগঠিতভাবে কাজ করছিল। প্রতিটি সদস্যের নির্দিষ্ট ভূমিকা ছিল। কেউ ভুয়ো প্রোফাইল বানাত, কেউ মেসেজে কথোপকথন চালাত, আবার কেউ অর্থ লেনদেন সামলাত। এইভাবেই চলত এই ডেটিং অ্যাপের প্রতারণা চক্র।

 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শহরের বিভিন্ন এলাকা ছাড়াও রাজ্যের বাইরের বহু মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। পুলিশি অভিযানের সময় পাওয়া কিছু ব্যাঙ্ক নথি এবং মিলেছে বিপুল টাকার লেনদেনের প্রমাণও।

 

ধৃত ১৭ জনকে আজ বুধবার আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত এখনও চলছে। তদন্ত করে দেখা হচ্ছে এই ১৭ জন ছাড়া আরও কেউ যুক্ত আছে কিনা। যদি কেউ এর পেছনে আরও কেউ থাকে, তাহলে খুব শীঘ্রই তারাও ধরা পরবে।

 

এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মিন্টো পার্ক ও তার আশেপাশের এলাকায়। সাইবার অপরাধে নতুন মাত্রা যোগ করল এই ডেটিং অ্যাপ চক্রের পর্দাফাঁস, যা শহরবাসীকে নতুন করে ভাবতে বাধ্য করছে, কতটা নিরাপদ আসলে ‘অনলাইন পরিচয়’।