আজকাল ওয়েবডেস্ক: বই সভ্যতার রক্ষাকবচ। একথা আমরা সবাই জানি। এবং মানি। এবারের দুর্গাপুজোয় কেষ্টপুরের মাস্টার দা স্মৃতি সংঘের ভাবনায় সভ্যতার রক্ষাকবচ নারী সুরক্ষা। রবিবার দুর্গাপুজোর থিম প্রকাশ করল কলকাতার এই দুর্গোৎসব কমিটি। চলতি বছরে তাদের থিম সভ্যতার রক্ষাকবচ।
দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সুস্থ সমাজ গড়ে তোলার কাজে ব্রতী এই দুর্গোৎসব কমিটির সদস্যরা। মহিলাদের নিরাপত্তা দিতে একাধিক উদ্যোগ নিয়েছে মাস্টার দা স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা। মেয়েদের বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পাড়ায় সিসিটিভি ক্যামেরা সহ তালিকায় রয়েছে বহু বিশেষ পরিকল্পনা।
আর মহিলাদের সুরক্ষা দিতে এই সমস্ত প্রকল্প তারা বাস্তবায়িত করবে রাজ্য সরকারের পুজো অনুদানের টাকায়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার স্থানীয়রাও।
চলতি বছরে দুর্গাপুজোয় ৮৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই টাকাতেই মাস্টার দা স্মৃতি সংঘের নারী সুরক্ষা কেন্দ্রীক অভিনব উদ্যোগগুলি হল,
১) এলাকায় নারী সুরক্ষা হেল্পলাইন ২৪×৭ চালু হবে
২) গোটা পাড়ায় সিসিটিভি ক্যামেরা বসবে
৩) পাড়ায় বিশেষ নাইট ক্যাব সার্ভিস চালু হবে
৪) পাড়ার মেয়েদের বিনামূল্যে ক্যারাটে শেখানো হবে
৫) রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পাড়ায় বেসরকারি সংস্থার পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হবে
রবিবারই ছিল মাস্টার দা স্মৃতি সংঘের পুজোর থিম প্রকাশ অনুষ্ঠান। উদ্যোক্তারা জানাচ্ছেন, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হলেও বিপদগ্রস্ত যেকোনও মানুষেরই পাশে দাঁড়াবে নাইট ক্যাব সার্ভিস। সমস্যায় পড়লে যেকোনও ব্যক্তি ফোন করতে পারবেন হেল্পলাইন নম্বরে।
মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে সমাজের সভ্যদেরই। পরিসর ছোট হলেও চেষ্টার ত্রুটি করা যাবে না। থিম প্রকাশ করে এই মাস্টার দা স্মৃতি সংঘের অঙ্গীকার। অনুষ্ঠানে এক উদ্যোক্তা বলছিলেন, বর্তমান পরিস্থিতি বিচার করেই তো ভবিষ্যতের পদক্ষেপ নিতে হয়। আর তখনই থিম প্রকাশের মঞ্চে অসুর বধ করলেন জীবন্ত দুর্গা। চারদিকে বেজে উঠল ঢাকের বাদ্যি।
